বিএসএফ’র গুলিতে আরিফুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল ভোরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তের বিপরীতে ভারতের পাখিউড়া এলাকায় এ ঘটনা ঘটে। শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল হক তথ্যটি নিশ্চিত করে জানান, আরিফুল শ্যামকুড় পশ্চিমপাড়ার আফিজ উদ্দীনের ছেলে। এ সময় আরও এক অজ্ঞাত বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হন।
জানা গেছে, আরিফুল ইসলামসহ ৫/৬ জন বাংলাদেশি মঙ্গলবার রাতে সীমান্তের কাঁটাতারের বেড়া পার হয়ে ভারতে যান। তারা গতকাল ভোরে ভারতের ওমরপুর গ্রামের মাঠে পৌঁছালে পাখিউড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে গলায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন আরিফুল ইসলাম। বাকি সহযোগীরা সীমান্ত পার হয়ে পালিয়ে দেশে ফিরে এসে ঘটনাটি জানায়। আরিফুলের মরদেহটি ভারতের নদীয়া জেলার হাঁসখালি সীমান্তের ওমরপুর গ্রামের মাঠে পড়েছিল।
বিষয়টি নিয়ে মহেশপুর ৫৮ বিজিবি’র সিও লে. কর্নেল পারভেজ জানান, আমরা এমন একটি ঘটনা শুনে সীমান্তের কাছে উপস্থিত হয়ে বিএসএফ’র সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু বিএসএফ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে লোকমুখে শোনা যাচ্ছে নিহত ব্যক্তি শ্যামকুড় গ্রামের আরিফুল।
এদিকে আরিফুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোর্স : মানবজমিন