আগামী ১১ ফেব্রুয়ারি কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ কর্মসূচি পালনের অনুমতি ও সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর অনুমতি চেয়ে পত্র প্রেরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর।
দপ্তর সম্পাদক মোঃ নাজিম উদ্দীন স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে, ‘আগামী ১১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘শিক্ষা কারিকুলাম থেকে ইসলাম বিরোধী অধ্যায় প্রত্যাহার, বিদ্যুতের বর্ধিত মূল্য কমানো এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে’ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী উত্তর ঐ দিন বিকেল ০৩ ঘটিকায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে মগবাজার চৌরাস্তা পর্যন্ত গিয়ে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। উক্ত কর্মসূচি আমরা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই ইনশাআল্লাহ। অতএব উল্লেখিত কর্মসূচি বাস্তবায়নের অনুমতিসহ সুষ্ঠুভাবে কর্মসূচি পালনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করছি’।