বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, সারাদেশের মত ঢাকা মহানগরীতেও সাধারণ মানুষ শীতে কষ্ট পাচ্ছেন। এমতাবস্থায় একটি দায়িত্বশীল, আদর্শবাদী ও গণকল্যাণমুখী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী নির্লিপ্ত থাকতে পারে না। কারণ, ইসলামী আদর্শই হলো গণমানুষের কল্যাণে কাজ করা। আর তা হাক্কুল ইবাদের অন্তর্ভূক্ত। এ ইবাদাতের অংশ হিসেবেই নগরীর শীতার্ত মানুষের কল্যাণে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তিনি শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে এগিয়ে আসতে সরকার, সকল রাজনৈতিক দল, দাতা সংস্থা, সমাজের বিত্তবান মানুষসহ নগরীর সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
তিনি আজ রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল পশ্চিম থানার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সংগঠনের ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য ও থানা আমীর জনাব আব্দুল মতিন খাঁনের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি জনাব আতিক হাসান রায়হানের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি ডা. মুহাম্মদ ফখরুদ্দিন মানিক। আরও উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ, জনাব শাহীন হোসেন ও জনাব এমদাদুল হক প্রমুখ।
মহানগরী আমীর বলেন, আর্তমানবতার কল্যাণই হচ্ছে ইসলামের মূলনীতি। সে লক্ষ্যেই জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতির যেকোন দুর্যোগকালীন মহুর্ত ও ক্রান্তিকালে জামায়াতে ইসলামী সর্বোচ্চ সামর্থ নিয়ে জনগণের পাশে থাকার চেষ্টা করছে। গণমানুষের জন্য আমাদের এই কল্যাণকামীতা আগামী দিনেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। তিনি আর্ত-মানবতার কল্যাণে সকলকে এগিয়ে আসতে সমাজের সকল শেণি ও পেশার মানুষের প্রতি আহবান জানান।