বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের রামপুরা উত্তর থানার বনশ্রী ওয়ার্ডের ইউনিট সভাপতি ও রুকন মোস্তফা কামাল ভূঁইয়া গত ২৬ নভেম্বর শনিবার রাত সাড়ে ৯ টায় রাজধানীর বাড্ডার আফতাব নগরের বাসায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন লিভার সিরোসিসসহ নানাবিধ শারীরিক জটিলতায় ভূগছিলেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখেছেন।
মরহুমের প্রথম নামাজে জানাজা গতকাল শনিবার রাত ১২ টায় বাড্ডার আফতাব নগরে অনুষ্ঠিত হয় এবং পরে তাকে ফেনী জেলার দাগনভূঁইয়ার গ্রামের বাড়ীতে নেয়া হয় এবং সেখানে আজ বাদ ফজর দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।
শোকবাণী
মোস্তফা কামাল ভূঁইয়ার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
এক শোকবাণীতে মহানগরী উত্তর আমীর বলেন, মরহুম মোস্তফা কামাল ভূঁইয়া ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ ব্যক্তি ছিলেন। তিনি জালিম সরকারের রোষানালে পড়ে দীর্ঘ সময় কারাবরণসহ নানাবিধ সরকারি জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। তার মৃত্যুতে আমরা এক ইসলামী আন্দোলনের অগ্রসৈনিককে হারালাম।
মহানগরী আমীর মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতের আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দো’য়া করেন। তিনি তার শোকাহাত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য্যধারণের তাওফিক কামনা করেন।