শহীদ সোহেল পারভেজ নাঈম এর কবর জিয়ারত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম, সাবেক চেয়ারম্যান জনাব আবুল খায়ের, বিয়ানীবাজার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ, শহীদের ভাতিজা ও যুবনেতা জনাব মোঃ রুহুল আমীন, উপজেলা জামায়াত নেতা এম শামছুল আলম, আব্দুল বাছিত ও সেলিম আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১৯৮৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত সিলেট-৬ আসন থেকে প্রার্থী ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যাপক ফজলুর রহমান। মূলত ঐ নির্বাচনী কাজে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন শহীদ সোহেল পারভেজ নাঈম। বলা হয় যে, স্বাধীনতা উত্তর জামায়াতে ইসলামীর উনিই ছিলেন প্রথম শহীদ।
শহীদ সোহেল পারভেজ সোহেলের কবরের পাশে গিয়ে জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন ফাতিহা পাঠ শেষে মহান আল্লাহর দরবারে দো’য়া-মোনাজাত করেন। তিনি শহীদ সোহেল পারভেজ নাঈমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁকে যেন আল্লাহ রাব্বুল আলামীন শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকামে স্থান দিয়ে সম্মানিত করেন সেই কামনা করেন।
পরে জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন শহীদ সোহেল পারভেজ নাঈমের পরিবার ও আত্মীয়স্বজনের খোঁজ-খবর নেন। বিশেষ করে শহীদের রত্নগর্ভা মায়ের সাথে তিনি সাক্ষাৎ করেন, মায়ের স্বাস্থের খোঁজ-খবর নেন এবং সংগঠনের জন্য তথা ইসলামী আন্দোলনের জন্য শহীদের মায়ের কাছে দো’য়া চান। পাশাপাশি তিনিও সংগঠন, দেশ এবং ইসলামী আন্দোলনের জন্য আন্তরিকভাবে মোনাজাত করেন।