ঢাকার সাভারে শিক্ষা সফরকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মোহাম্মদপুর পশ্চিম থানার ৩৩ নং ওয়ার্ডের অর্ধশতাধিক নেতাকর্মীকে সম্পূর্ণ অন্যায় ও বিধিবহির্ভূতভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে আটককৃতদের নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
এক বিবৃতিতে মহানগরী আমীর বলেন, সরকার ক্ষমতা হারানোর ভয়ে দিশেহারা হয়ে এখন জনগণের সাথে হিংস্র ও উম্মত্ত আচরণ করতে শুরু করেছে। তারা আসন্ন সরকার বিরোধী গণআন্দোলন সম্পূর্ণ বেআইনী পন্থায় ও অসাংবিধানিকভাবে দমন করার জন্য নানাবিধ ষড়যন্ত্র ও কুটকৌশলের আশ্রয় নিয়েছে। সংবিধান অনুযায়ি প্রত্যেক নাগিকের দেশের যেকোন স্থানে নির্বিঘ্নে চলাফেরা ও সমাবেশ করার অধিকার থাকলেও সরকার জনগণকে সে অধিকার থেকে বঞ্চিত করছেন। সে ধারাহিকতায় গত ১৮ নভেম্বর সাভারে শিক্ষা সফরে দারুসুল কুরআন, রাসূল (সা.)এর জীবনী, ইসলাম ও ইসলামী মূল্যবোধ বিষয়ক আলোচনা চলাকালে ভাকুর্তা ইউনিয়নের চাপড়া এলাকার ঢাকা গার্ডেন সিটির ইকরা হাউজিং লিমিটেডের ভেতর থেকে অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করে কথিত নাশকতার অভিযোগে ২টি মিথ্যা, ভিত্তিহীন ও যোগসাজসী মামলায় জড়িয়ে কোর্টে সোপর্দ করে ৩ দিনের রিমান্ডে আনা হয়েছে। প্রকাশ্যে দিবালোকে এমন নাশকতার পরিকল্পিত অভিযোগ কোন ভাবেই বিশ্বাসযোগ্য নয় বরং প্রচলিত আইন ও সংবিধানের মারাত্মক লঙ্ঘন। কিন্তু ইতিহাস স্বাক্ষী জুলুম-নির্যাতন চালিয়ে অতীতে কোন স্বৈরাচারি ও ফ্যাসীবাদী শক্তির শেষ রক্ষা হয়নি, আর কারো হবেও না।
তিনি সাভারে জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীকে বেআইনী ও অসাংবিধানিকভাবে গ্রেফতার, মিথ্যা মামলা ও রিমান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে রিমান্ড বাতিল করে আটককৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় সরকারকে এজন্য চড়ামূল্য দিতে হবে।