বাংলাদেশ যুব কল্যাণ পরিষদ, ঢাকা মহানগরী উত্তরের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান জননেতা জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, “একজন যুবক হিসেবে আপনাকে একজন ভালো ঈমানদার হতে হবে। ঈমানী চেতনা মানুষকে অনেক উঁচু স্তরে পৌঁছে দেয়। ঈমানী চেতনা মানুষের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে। ঈমানের মূলকথা হলো আল্লাহ ছাড়া আর কারো কোনো ক্ষমতা নেই, আর কারো কাছে আমরা মাথা নত করি না, আর কারো কাছে আমরা আমাদের প্রয়োজনের কথাও বলি না। একমাত্র আল্লাহকে প্রভু হিসেবে মেনে তাঁর দাসত্ব করি, তাঁর আনুগত্য করি, তাঁকে ভালোবাসি, তিনি ছাড়া আর আমাদের জীবনে কেউ নেই।”
জাতীয় যুব দিবস উপলক্ষে বাংলাদেশ যুব কল্যাণ পরিষদ, ঢাকা মহানগর উত্তর এর উদ্যোগে, যুব প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থান বিষয়ক যুব সমাবেশ-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব সেলিম উদ্দিন উপরোক্ত কথা বলেন।
যুব কল্যাণ পরিষদ ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ডাক্তার ফখরুদ্দিন মানিক এর সভাপতিত্বতে ও সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ ইয়াছিন আরাফাত এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব আব্দুর রহমান মুসা ও ড. মুহাম্মদ রেজাউল করিম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, যুব কল্যাণ পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন, ডাক্তার মইনুদ্দিন, পরিষদের সদস্য জিএম হাফিজুর রহমান, মনিরুজ্জামানা শামিম, আবু হানিফ, রায়হান উদ্দিন ও জোবায়ের হোসেন রাজন প্রমুখ।
জনাব সেলিম উদ্দিন আরো বলেন, “আমরা শ্রেষ্ঠ যুবক। আমাদের হাতে জাতির ভবিষ্যৎ নিহিত। আমাদের উন্নত চরিত্র গঠন করতে হবে। আমাদের মধ্যে দেশপ্রেম জাগাতে হবে। আমাদেরকে মানুষকে ভালোবাসতে হবে। আমাদেরকে জাতি গঠনের জ্ঞান অর্জন করতে হবে। আমাদেরকে সমাজ গঠনের জ্ঞান অর্জন করতে হবে। মহান আল্লাহ বলেন, ‘আমি তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছি’। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন, ‘মানুষের মধ্যে তারাই উত্তম যারা মানুষের কল্যাণ করে’। আমাদের যুবকেরা তো তাদের উত্তরসূরি যারা অন্যায়ের সাথে আপোষ করেননি,” যোগ করেন তিনি।
তিনি বলেন, “আমরা সৎ, যোগ্য, নির্ভীক ও আল্লাহভীরু নেতৃত্ব চাই। আমরা অদক্ষ, অযোগ্য, চোর, বাটপার যারা বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে তাদেরকে আর নেতৃত্বের আসনে দেখতে চাই না। বর্তমান সরকার উন্নয়নের ফাঁপা বেলুন দিয়ে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে।”
এ সময় তিনি যুবকদের নিয়ে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের তথ্যও তুলে ধরেন ।
সেলিম উদ্দিন বলেন, “যুবকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী করে গড়ে তুলতে হবে। যুবকরা দেশের অন্য উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে, অন্যায়ের প্রতিবাদ করবে, দ্বীনের দাওয়াত দিবে, চরিত্র গঠনে মনোযোগ দিবে। এই লুটেরা, এই ধর্ষকদেরকে এই বাংলার মাটি থেকে বিতাড়িত করতে হবে।”
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন, “তোমরা কোনো অন্যায় দেখলে তা স্বহস্তে বন্ধ করো তা না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করো এবং তা না পারলে অন্তর দিয়ে ঘৃণা করো আর অন্তর দিয়ে ঘৃণা করাটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর ।”
তিনি বলেন, “আমরা এই বাংলাদেশকে নতুন আঙ্গিকে সাজাতে চাই। সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফের বাণী নিয়ে বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছিল, আমরা কোরআনের আইন কায়েমের মাধ্যমে তা বাস্তবায়ন করবো, ইনশাআল্লাহ।
দিনব্যাপী এ অনুষ্ঠানে আলোচনা সভা, মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানসহ আরো বিভিন্ন ইভেন্টের আয়োজন রাখা হয়।