বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, মহান আল্লাহ তা’য়ালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন খুবই অল্প সময়ের জন্য। তাই আল্লাহ তা’য়ালার কাছে যেন আমরা হাসি মুখে ফিরে যেতে পারি, আমাদেরকে তেমনিভাবে কাজ করতে হবে। এজন্য দুনিয়ার প্রতিটি সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে। দুনিয়া কোন হাসি-তামাশার জায়গা নয়, এখানে আমাদের সময়কে ব্যয় করতে হবে ইবাদাত বন্দেগিতে, ভালো কাজে, একে অন্যের কল্যাণ কামনায়। আল্লাহ তা’য়ালা পবিত্র কুরআনের সূরা আল ইমরানের ১১০ নাম্বার আয়াতে বলেছেন, “তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, যাদেরকে মানব কল্যাণের জন্য বাছাই করা হয়েছে।”তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহনগরী উত্তর অনেকগুলো পদক্ষেপ হাতে নিয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো, অস্বচ্ছল, বেকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পুঁজি দিয়ে তাদের কর্মসংস্থান ও সাবলম্বী হওয়ার ব্যবস্থা করা। পাশাপাশি আমরা সহযোগিতা দিয়ে তাঁদের খোজ-খবরও আমরা রাখছি, যে তাঁরা সঠিকভাবে এটা কাজে লাগাচ্ছে কিনা। এরই অংশ হিসেবে আজকের এ আয়োজন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের পল্লবী উত্তর থানার উদ্যোগে ২০২০-২০২১ সালের কর্মসংস্থান প্রকল্পে সহায়তা প্রাপ্তদের নিয়ে আয়োজিত ফলোআপ ও এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মহানগরী আমীর উপরোক্ত কথা বলেন।
সংঠনের ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য ও থানা আমীর মোঃ সাইফুল কাদেরের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. রইসুল ইসলামের পরিচালনায় উক্ত প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি ডাঃ মুহাম্মদ ফখরুদ্দিন মানিক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও উদ্যোক্তা জনাব রফিকুন্নবী। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য নওশাদ আলম, আবদুল্লাহ, আবদুল করিম, আমিনুল ইসলাম, শাহীন মোল্লা, মোজাম্মেল হোসেন, আব্দুস সাত্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মহানগরী আমীর আরো বলেন, মানুষ যখন বিপদে পড়ে তখন কেউ তার পাশে দাঁড়ালে বিপদ কাটিয়ে ওঠা তার জন্য অনেকটা সহজ হয়ে যায়। কিন্তু আমাদের সমাজ আজ এমন পর্যায়ে গেছে, যে অন্যের বিপদে মানুষ এখন হাসে এবং বিপদগ্রস্ত ব্যক্তির কাছে কেউ ছুটে যায় না। কিন্ত ইসলাম বলেছে, অন্যের বিপদে পাশে দাঁড়াতে। বিশেষ করে আত্নীয়স্বজন ও প্রতিবেশীদের বিপদে পাশে দাঁড়ানোর জন্য জোর তাগিদ দেওয়া হয়েছে। আর জামায়াতে ইসলামী সর্বোচ্চ সামর্থ নিয়েই সবসময় মানবতার পাশে দাঁড়ায়। বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আগামী দিনে জামায়াতে ইসলামী একটি সুখি-সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক প্রশাসন এবং শাসনব্যবস্থা গড়ে তুলতে চায়। তাই দেশ গড়ার এ কাজে সবাইকে জামায়াতে ইসলামীর পাশে থাকার উদাত্ত আহবান জানাচ্ছি।
এদিকে পল্লবী উত্তর থানার উদ্যোগে সিরাতুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে অপর একটি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মহানগরীর সহকারী সেক্রেটারি ডাঃ ফখরুদ্দিন মানিক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও উদ্যোক্তা জনাব রফিকুন্নবী। থানা আমীর সাইফুল কাদেরের সভাপতিত্বে থানা সেক্রেটারি রইসুল ইসলাম এর পরিচালনায় সভায় আরো উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য নওশাদ আলম, আবদুল্লাহ, আবদুল করিম, আমিনুল ইসলাম, শাহীন মোল্লা প্রমুখ।