বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন পবিত্র কোরআন থেকে আয়াতের অর্থ কোড করে বলেন, “তোমাদের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- এর জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। আল্লাহর রাসূল যখন ওহী লাভ করলেন তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তায়ালা আনহা আল্লাহর রাসূলকে (ﷺ) উদ্দেশ্য করে বলেন, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না কারণ আপনি গরীবদেরকে খাবার দেন, অসহায় দুঃস্থ মানুষের সেবা করেন। আল্লাহর রাসূল (ﷺ) ওহী লাভ করার পূর্বেই মানুষের হৃদয় জয় করেছিলেন। তিনি সবার আদর্শ হয়ে উঠছিলেন। তৎকালীন আরব সমাজের সবাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামকে আলামিন বলে ডাকতেন। সবাই তাকে সাদিক বলে ডাকতেন। তিনি কখনো বিশ্বাসের পরিপন্থী কোনো কাজ কখনো করেননি। তিনি কখনো ওয়াদা ভঙ্গ করেননি। আল্লাহ রাসুল (ﷺ) মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে শত্রুর অধিকারের কথা চিন্তা করতেন। তিনি নিজের জীবনকে নিয়ে নয়, অন্যের অধিকার নিয়ে চিন্তিত ছিলেন।”
তিনি ২১ অক্টোবর শুক্রবার, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের পল্লবী থানা দক্ষিণের উদ্যোগে আয়োজিত পবিত্র সীরাতুন্নবী (ﷺ) উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সংগঠনের মহানগরীর মজলিসে শুরা সদস্য ও থানা আমীর জনাব মোঃ আশরাফুল আলম এর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি জনাব মোঃ আবুল কালাম পাঠান এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি ডাঃ মোঃ ফখরুদ্দিন মানিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য জনাব মোঃ রুহুল আমীন, জনাব মোঃ ফারুক হোসেন খান, জনাব মোঃ জোবায়ের হোসেন রাজন, ওয়ার্ড সভাপতি জনাব মোঃ নূর আমিন ও জনাব মোঃ মাসুম বিল্লাহ প্রমুখ।
মহানগরী আমীর আরো বলেন, “রাসূল (ﷺ) চারিত্রিক প্রভাব দিয়ে বিপ্লব করেছিলেন। তাঁর বিপ্লব ছিল চারিত্রিক বিপ্লব। তিনি মার খেয়েছেন কিন্তু শত্রুকে ক্ষমা করে দিয়েছেন। তিনি কখনো প্রতিশোধ পরায়ণ ছিলেন না। সমাজ, দেশ ও রাষ্ট্রকে দুঃশাসন থেকে মুক্ত করার জন্য প্রতিটা মানুষের ঘরে-ঘরে আমাদের দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে ।
মহানগরী আমীর মানুষের অধিকার, ভোটের অধিকার, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য যে কোন আন্দোলনে শরিক হওয়ার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানান । তিনি দল, মত নির্বিশেষে সকলকে শোষণ, অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য জামায়াতী ইসলামের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।”
অনুষ্ঠানে শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।