ভোট ছাড়াই জেলা পরিষদে নির্বাচিত হয়েছে ১১৪ জন। এর মধ্যে ২৭ জন চেয়ারম্যান, সরক্ষিত ১৯ এবং সাধারণ আসনে ৬৮ জন। ফলে ২৭ জেলা পরিষদে চেয়ারম্যান পদে কোনো ভোট হচ্ছে না। পার্বত্য তিন জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি বাদে দেশের ৬১ জেলা পরিষদের ভোট আগামী ১৭ অক্টোবর। নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। এসব ভোটে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক। ইসির সর্বশেষ তথ্যে এসব জানানো হয়েছে। আজ প্রতীক বরাদ্দ দেবেন জেলা প্রশাসকরা।
মনোনয়নপত্র প্রত্যাহারের পর গতকাল ইসি চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। ইসির জনসংযোগ বিভাগের দেয়া তথ্য অনুযায়ী, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোট গ্রহণ ১৭ অক্টোবর। তিনটি পদে মোট মনোনয়ন জমা দেয় এক হাজার ৯৮২ জন। প্রাথমিক বাছাইয়ে এদের মধ্যে বৈধ হয় এক হাজার ৭৪৪ জন। আপিলের পর প্রার্থী এক হাজার ৭৯২ জন। প্রত্যাহার করে নেন ৩২৮ জন। ফলে এখন মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলো ২ হাজার ২১৫ জন। এদের মধ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী হলো ৯০ জন, সাধারণ আসনে এক হাজার ৫০৫ জন এবং সংরক্ষিত আসনে ৬২০ জন।
প্রসঙ্গত, এর আগে সবশেষ ২০১৬ সালের ১৮ ডিসেম্বর এসব জেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সোর্স : নয়া দিগন্ত