আন্ত ব্যাংক লেনদেনে ডলারের বিক্রয়মূল্য আরো বেড়েছে। গতকাল বুধবার এক ডলার কিনতে ব্যাংকগুলোকে গুনতে হয়েছে ১০৬ টাকা ৯০ পয়সা, যা মঙ্গলবার ছিল ১০৬ টাকা ১৫ পয়সা। এ হিসাবে এক দিনে ৭৫ পয়সা বাড়ল ডলারের দর। এদিকে খোলাবাজারে গতকাল ডলার ১১৪ টাকা পর্যন্ত বেচাকেনা হয়েছে।
গতকাল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ব্যাংকগুলোর ডলার কেনাবেচার গড় দাম উল্লেখ করা হয়। তাতে দেখা যায়, গতকাল ব্যাংকগুলোর ডলার কেনাবেচার গড় দাম ১০২ টাকা ৩৭ পয়সা, যা আগের দিন মঙ্গলবার ছিল ১০১ টাকা ৬৭ পয়সা।
বাংলাদেশ ব্যাংক গত মঙ্গলবার ডলারের আন্ত ব্যাংক লেনদেনের মূল্য বদলে ফেলে। তবে সেটি কেন্দ্রীয় ব্যাংকের দর নয়, ব্যাংকগুলোর নিজেদের মধ্যে লেনদেন করা ডলারের দাম। ব্যাংকগুলো যে দামে ডলার কেনাবেচা করে, সেটিকে আন্ত ব্যাংক দাম বলা হচ্ছে। এত দিন কেন্দ্রীয় ব্যাংক যে দামে ডলার কেনাবেচা করত, সেটি আন্ত ব্যাংক দর হিসেবে উল্লেখ করা হতো। এত দিন সেই দামই ওয়েবসাইটে প্রকাশ করে আসছিল বাংলাদেশ ব্যাংক।
রাজধানীর খোলাবাজারে মানি এক্সচেঞ্জগুলো গতকাল ১১৪ টাকা দরে ডলার বিক্রি করেছে। কয়েকটি মানি এক্সচেঞ্জের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়। খোলাবাজারের কয়েকজন ডলার ক্রেতাও একই দরে ডলার কেনার কথা জানিয়েছেন।
এর আগে গত রবিবার ব্যাংকারদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বৈদেশিক মুদ্রার ডিলার ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) বৈঠক করে আন্ত ব্যাংকে ডলারের বিনিময় হার ১০৬ টাকা ১৫ পয়সা নির্ধারণ করে। সে অনুযায়ী, প্রবাস আয় (রেমিট্যান্স) আনতে প্রতি ডলারের সর্বোচ্চ দর হবে ১০৮ টাকা, আর রপ্তানি বিল নগদায়ন হবে ৯৯ টাকায়। আর আমদানির এলসি খোলার ক্ষেত্রে বিনিময়হার নির্ধারণ করা হবে প্রবাস আয় ও রপ্তানি আয়ের বিনিময়হারের গড় করে। সব ব্যাংকে ডলারের এই দর কার্যকর করে।
সোর্স : কালের কন্ঠ