বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ওপারে মিয়ানমারে তিন দিন বন্ধ থাকার পর আবারও গোলাগুলি শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে এ গোলাগুলি শুরু হয়। বাংলাদেশের তুমব্রু থেকে ওপারের গুলির শব্দ শোনা যাচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন সীমান্তবাসীরা।
তমব্রুর স্থানীয় বাসিন্দা সরওয়ার ও শূন্যরেখার আশ্রয়শিবির ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান দিল মোহাম্মদ বলেন, এদিন ভোরে আমাদের এলাকার মানুষের ঘুম ভাঙে গোলাগুলির শব্দে। তারপর কিছুক্ষণ বন্ধ থেকে আবার দুপুর ২টা থেকে আরাকান আর্মি ও মিয়ানমার নিরাপত্তা বাহিনীর মধে তুমুল গুলিবর্ষণ চলেছে। মাঝেমধ্যে আর্টিলারি ও মর্টারশেলের বিকট শব্দ কানে আসছে। এতে আতঙ্ক ভর করেছে আশ্রয়শিবিরে। উল্লেখ্য, ৩১ আগস্ট থেকে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী টানা প্রায় সাতদিন স্থল ও আকাশপথে ব্যাপক তৎপরতা চালিয়েছিল। আরাকান আর্মির অবস্থান লক্ষ্যে ছোড়া হয়েছে শত শত আর্টিলারি, মর্টারশেল ও বোমা। এ সময় বাংলাদেশের ভূখণ্ডেও মর্টারশেল ও গুলি এসে পড়ার ঘটনা ঘটে।