বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জামায়াতে ইসলামী আজকে বাতিল শক্তির কাছে একটি আতঙ্কের নামে পরিণত হয়েছে। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে ষড়যন্ত্র এবং দমিয়ে রাখার প্রচেষ্টা এটাই প্রমাণ করে, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের বাতিল শক্তি জামায়াতে ইসলামীকে ভয় পায়। আল্লাহর রাসূল সা: যে বিপ্লবী ইসলাম নিয়ে পৃথিবীতে এসেছিলেন, সে বিপ্লবের ঐতিত্য ধরেই আজকের এ আন্দোলন, আজকের এ মতাদর্শ। এ আন্দোলনে আল্লাহ তা’য়ালা আমাদেরকে কবুল করেছেন, তাই আল্লাহ তা’য়ালার কাছে হৃদয় নিংড়ানো শুকরিয়া জানাই। আমরা এমন একটি কল্যাণ রাষ্টের স্বপ্ন দেখি, যা হবে মানবিক রাষ্ট্র, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে ধনী এবং গরীবে মধ্যে কোনো ব্যবধান থাকবে না। যেখানে অসহায় মানুষের আর্তনাদ থাকবে না, সারা দেশে আদল-ইনসাফ কায়েম হবে। কিন্তু এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে আজকে যারা মানুষের খাবার কেড়ে নিয়ে বড়লোক হয়েছে, বিদেশে লক্ষ, কোটি টাকা পাচার করে দিচ্ছে, বিদেশে বেগম বাড়িসহ সম্পদের পাহাড় গড়ছে তাদের সে সুযোগ আর থাকবে না। তাই তারা জামায়াতে ইসলামীকে এত বেশি ভয় পায়।
ঢাকা মহানগরী উত্তরের রামপুরা উত্তর সাংগঠনিক থানার উদ্যোগে আয়োজিত অগ্রসর কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। মহানগরীর মজলিসে শুরা সদস্য ও থানা আমীর জনাব ফজলে আহমেদ ফজলুর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি জনাব হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী নায়েবে আমীর জনাব আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী সহকারী সেক্রেটারি জনাব নাজিম উদ্দিন মোল্লা প্রমুখ। এছাড়াও থানা কর্মপরিষদের সদস্যবৃন্দ ও ওয়ার্ড দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
জনাব সেলিম উদ্দিন আরও বলেন, আল্লাহ তা’য়ালা যে দ্বীন পাঠিয়েছেন, সেই দ্বীনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে এটা মুসলমানদের জন্য ফরজ। যদি এই দ্বীনি ব্যবস্থা প্রতিষ্ঠিত না থাকে তবে তা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে। অন্য সব আন্দোলনের সাথে এর পার্থ্যক্য হলো, এ আন্দোলন চায় তৃণমূল থেকে শুরু করে রাষ্ট্রক্ষমতা পর্যন্ত কোন জালেম, কোন ফাসেক, অন্যায়কারী কেউ ক্ষমতায় থাকতে পারবে না। শুধুমাত্র ক্ষমতায় থাকবে ন্যায় বিচারক শাসকগণ। তাই জালেম এবং ফাসেকগণ এ আন্দোলন দমাতে উঠে পড়ে লেগেছে। কিন্তু আমরা পিছপা হবো না । আমরা হয়তো বিজয় নাও দেখে যেতে পারি কিন্তু আমরা এই আন্দোলন করলে আল্লাহ তা’য়ালা এর বিনিময়ে আমাদের জান্নাত দিবেন। আর এটাই হবে মুমিনে জন্য সবচেয়ে বড় সফলতা। তাই তিনি সবাইকে এ আন্দোলনে সর্বাত্মক প্রচেষ্টা-সহযোগিতা করার উদাত্ত আহবান জানান।