বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, মানুষ মানুষের জন্য, এ কথাটি মূলত আল্লাহ তা’য়ালা পবিত্র কুরআনে বলেছেন। সূরা আল-ইমরানের ১১০ নাম্বার আয়াতে আল্লাহ তা’য়ালা বলেছেন, “তোমরাই দুনিয়ায় সর্বোত্তম জাতি। তোমাদের কর্মক্ষেত্রে আনা হয়েছে মানুষের হিদায়াত ও সংস্কার সাধনের জন্য।” কিন্ত আজকে মানুষ মানুষের জন্য কাজ করছে না। আজকে কেবলই স্বার্থপরতা, সংকীর্ণতা, দলিয়করণ, ব্যক্তিস্বার্থ, দলীয়স্বার্থ এগুলোই আমরা দেখতে পাচ্ছি। কে কিভাবে কাকে মেরে বড়লোক হওয়া যায় সে প্রতিযোগীতায় লিপ্ত সবাই। নিজের পাশে, রাস্তার ধারে খোলা আকাশের নিচে পড়ে থাকা ব্যক্তির দিকে কেউ ফিরেও তাকায় না।
তিনি আরও বলেন, আমাদের সমাজের এই অবস্থার মূল কারন হলো, আল্লাহ তা’য়ালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে আমাদের জীবনব্যবস্থা হিসেবে ইসলামকে পাঠিয়েছেন। আমরা পৃথিবীতে কিভাবে চললে সফল হবো, সম্মানিত হবো সেই বিধানের নামই হচ্ছে ইসলাম। কিন্তু আমাদের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকলেও দেশ ইসলামের ভিত্তিতে পরিচালিত হয় না। আজকে যারা ছাত্র তারাই আগামী দিনে দেশ পরিচালনা করবে। কিন্তু আমাদের শিক্ষাব্যবস্থায় ইসলামের নাম গন্ধও নেই। ১০০ নম্বরে একটিমাত্র ধর্মশিক্ষা বই ছিল সেটিকেও এখন ঐচ্ছিক করে দেয়া হয়েছে। আজকে আকাশ সংস্কৃতি, অপসংস্কৃতির কারনে আমাদের ছেলে-মেয়েরা দ্রুত খারাপের দিকে চলে যাচ্ছে। অশ্লিলতা, বেহায়াপনা, নোংরামী ইত্যাদিতে ছেয়ে গেছে স্কুল-কলেজের ছেলে-মেয়েরা। এমন পরিস্থিতিতে যেখানে প্রয়োজন ছিল ধর্মীয় নৈতিক শিক্ষা আরো বাড়ানো সেখানে ধর্মশিক্ষাকেই ঐচ্ছিক করে দেয়া হয়েছে। অথচ তারা প্রচার করছে দেশ নাকি বেহেশত হয়ে গেছে! এমন পরিস্থিতিতে দেশ ও জাতির মুক্তির জন্য সব ধরণের দুঃশাসনের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে।
তিনি আজ সকালে ঢাকা মহানগরী উত্তরের মিরপুর উত্তর সাংগঠনিক থানার উদ্যোগে আয়োজিত আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে সেলাই মেশিন, রিক্সা, ভ্যান ইত্যাদির বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগরীর মজলিসে শুরা সদস্য ও থানা আমীর জনাব মনিরুল ইসলাম মৃধা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরু সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি জনাব মোঃ মাহফুজুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর এম. লিয়াকত আলী, থানা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ হাসানুল বান্না চপল, মোঃ জামাল উদ্দিন, মোঃ মোশারফ হোসেন ও আরো বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে মিরপুর উত্তর সাংগঠনিক থানার পক্ষ থেকে মহানগরী আমীর সমাজের ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে বিভিন্ন আত্ম কর্মসংস্থান সামগ্রী বিতরণ করেন।