বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর বলেন, আল্লাহ তা’য়ালা মানুষকে সর্বোত্তম জাতি হিসেবে সৃষ্টি করেছেন। আর এ সর্বোত্তম জাতি হিসেবে আল্লাহ তা’য়ালা বিভিন্ন সময় বিপদ-আপদ, বালা-মুসিবত দিয়ে বান্দাকে পরীক্ষা করেন। এজন্য যে মানুষের মধ্যে কারা বিপদে আল্লাহর ওপর ভরসা করে আর কারা বিপদগ্রস্ত মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। যেখানেই মানুষের ক্ষতি কিংবা বিপদ সেখানেই মহান আল্লাহর প্রকৃত বান্দারা সাহায্যের জন্য হাজির হয়ে যাবে, এটাই মানবতার কাজ। আর অপরদিকে যিনি বিপদগ্রস্ত হয়েছেন, একজন মু’মিন মুসলমান হিসেবে মহান আল্লাহর ওপর ভরসা করতে হবে। আল্লাহ তা’য়ালা যাই করেন, মনে রাখতে হবে, এর মধ্যে অবশ্যই বান্দার জন্য কল্যাণ নিহিত রয়েছে।
তিনি আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের তুরাগ উত্তর থানার উদ্যোগে আয়োজিত গত ৬ আগস্ট বেলা পৌনে ১২টার দিকে রাজধানী তুরাগের কামারপাড়া, রাজাবাড়ি পুকুরপাড় এলাকায় গাজী মাজহারুলের রিকশার গ্যারেজের ভেতরে গড়ে তোলা ভাঙাড়ির কারখানায় বিস্ফোরণে পরবর্তীতে নিহত ২টি পরিবারের প্রতি সমবেদনা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সংগঠনের মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য ও তুরাগ উত্তর থানার আমীর জনাব এ.এইচ সরকারের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মোঃ মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগরী মজলিসে শুরা সদস্য ও তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসেন, তুরাগ উত্তর থানার টিম সদস্য একরামুল হক, আঃ রাকিব, এ্যাডঃ মনির হোসেন, মিজানুর রহমান, আঃ হাই ও মোজাম্মেল হোসেন প্রমূখ।
মহানগরী আমীর আরো বলেন, ইসলাম সব সময় ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। মুমিন মাত্রই একে অন্যের ভাই। কোনো ভাই অসুস্থ বা আহত হলে কিংবা কোনো ক্ষতি বা বিপদের সম্মুখীন হলে অপর ভাই তার সাহায্যে এগিয়ে আসবে। মহাগ্রন্থ আল কুরআনে বলা হয়েছে, ‘মুমিনরা পরস্পর ভাই ভাই।’ (সূরা হুজরাত, আয়াত-১০) অনত্র্য বলা হয়েছে, ‘ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী একে অপরের সহায়ক।’ (সূরা তওবা, আয়াত-৭১)। রাসূল (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তার প্রতি দয়া করেন, যে তার বান্দাদের প্রতি দয়া করে।’ (সহীহ আল বোখারি, হাদিস-১৭৩২)। তাই বিপদগ্রস্ত মানুষের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
উল্লেখ্য নিহত ২টি পরিবারের প্রত্যেক পরিবারকে নগদ অর্থ তাদের হাতে তুলে দেন মহানগরী আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন।