বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, “দেশ ও জাতির ঘাড়ে এক অগণতান্ত্রিক, স্বৈরাচারি ও বাকশালী শক্তি জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। এমতাবস্থায় দেশে গণতন্ত্র, সুশাসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই অগণতান্ত্রিক শক্তিকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে। অন্যথায় ফ্যাসিবাদী শক্তির হাত থেকে প্রিয় দেশ ও জাতিকে মুক্ত করা যাবে না। তাই আগামী দিনে দেশের এই বঞ্চিত মানবতাকে উদ্ধারের জন্য সংগঠনের রুকনদেরকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি নিয়মতান্ত্রিক পন্থায় শক্তিশালী গণআন্দোলন গড়ে তোলার ক্ষেত্রেও জামায়াতের রুকনদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা মডেল থানার উদ্যোগে আয়োজিত ষান্মাসিক সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সংগঠনের ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য ও থানা আমীর মেসবাহ উদ্দিন আহমেদ নাঈমের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি হারুন অর রশিদ তারেকের সঞ্চালনায় অনুষ্ঠিত রুকন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর জনাব একেএম নূর, থানা কর্মপরিষদ সদস্য মোঃ ইসহাক, বদিউজ্জামান বকুল, আতিয়ার রহমান আতিক ও ওসমান গনি জুয়েল প্রমুখ।
মহানগরী আমীর বলেন, “প্রত্যেক রুকনকে আত্মগঠনের পাশাপাশি নিজেকে একজন সমাজকর্মী হিসেবে উপযোগি করে গড়তে তুলতে হবে। জামায়াতে ইসলামীর দাওয়াত ও সমাজসেবামূলক কাজগুলো মানুষের ঘরে-ঘরে পৌঁছিয়ে দেওয়ার দ্বীনি অনুভূতি নিয়ে কাজ করতে হবে।জামায়াত কর্মী মানেই সমাজকর্মী এই স্লোগানকে ধারন করে সমাজের প্রতিটি অসহায়, দারিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে সবার আগে ছুটে যেতে হবে। মহান আল্লাহর উপর ভরসা করে নির্বিঘ্নে এবং নির্ভয়ে ব্যাপকভাবে মানুষের কাছে জামায়াতের দাওয়াত ও সেবা পৌঁছে দেওয়ার জন্য তিনি সকল রুকনদেরকে আহবান জানান।