বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন পবিত্র আল-কুরআনের সূরা আনআমের ১৬২ নাম্বার আয়াত উল্লেখ করে বলেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানী, আমার জীবন, আমার মরণ সকল কিছুই আল্লাহ রাব্বুল আলামীনের জন্য। সেই মোতাবেক আমাদের শপথের প্রথম কথাই হচ্ছে, আল্লাহ তা’য়ালা ও তাঁহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদেশ পালন ও আনুগত্যকে সবকিছুর উপর অগ্রাধিকার দিব ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করিব। এই শপথের মাধ্যমে পরকালীন সাফল্যকেই আমরা জীবনের চূড়ান্ত লক্ষ্য বানিয়েছি। আর সেই লক্ষ্যে পৌছার জন্য মাধ্যম হিসেবে দ্বীন কায়েমের কাজে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। এই শপথের দাবিই হলো, আমরা আমাদের ঈমানকে আরো মজবুত করবো এবং আমাদের আত্নগঠনকে আরো জোরদার করবো এবং মৌখিক দাওয়াত ও বাস্তব আমলের মাধ্যমে সত্যের সাক্ষ্য মানুষের সামনে উপস্থাপন করবো।
তিনি আজ ২৮ জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন, সদর আমীর মাহফুজ ভূঁইয়া, শহর আমীর আজিজুর রহমান, সদর সেক্রেটারি আবু জারির ও শহর সেক্রেটারি রফিকুল ইসলাম প্রমুখ।
জনাব সেলিম উদ্দিন বলেন, বিগত ৫০ বছর যাবত যারা দেশকে শাসন ও শোষণ করেছে, তাদের আদর্শহীনতা তথা ভাড়াটিয়া আদর্শ দিয়ে দেশ শাসন এবং অসৎ-অযোগ্য ও চরিত্রহীন নেতৃত্বের কারণে জাতির এই দুর্দশা। এ অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে হলে, সৎ, যোগ্য নেতৃত্ব এবং আদর্শ হিসেবে আল-ইসলামের কোন বিকল্প নেই। সুতরাং ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে জামায়াতে ইসলামীর নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ করার জন্য জামায়াতের রুকনদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সরকারের ব্যর্থতা ও সীমাহীন দুর্নীতির কারণে বিদ্যুৎসহ বিভিন্ন ক্ষেত্রে যে বিপর্যয় দেখা দিয়েছে, এ অবস্থা থেকে মুক্তির জন্য নিয়মতান্ত্রিক পন্থায় শক্তিশালী গণআন্দোলন গড়ে তোলার ক্ষেত্রেও জামায়াতের রুকনদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।