বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে ২৭ জুলাই ২০২২ বুধবার রাজধানীর একটি মিলনায়তনে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্র থেকে সদ্যবিদায়ী ছাত্রনেতৃবৃন্দকে নিয়ে এক প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন। প্রীতি সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ইয়াসিন আরাফাত ও ঢাকা মহানগরী উত্তরের উত্তরা মডেল থানা আমীর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব মেসবাহ উদ্দিন আহমেদ নাঈম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই মহানগরী আমীর সদ্য বিদায়ী ছাত্রনেতৃবৃন্দকে স্বাগত জানান এবং ছাত্র জীবনের অর্জিত শিক্ষাকে কাজে লাগিয়ে যথাযথ কার্যকর, আদর্শ ও সৎ নেতৃত্বের শূন্যতা পূরণে এগিয়ে আসার জন্য সদ্য বিদায়ী ছাত্রনেতৃবৃন্দের প্রতি আহবান জানান। এ সময় তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। তাদের সামনে জামায়াতে ইসলামীর পরিচিতিসহ বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
মহানগরী আমীর আরো বলেন, আপনারা ছাত্র জীবনে যে অভিজ্ঞতা অর্জন করে আসছেন, তা জামায়াতে ইসলামীতে কাজে লাগাতে পারবেন। এখানে বৃহত্তর একটা ক্ষেত্র রয়েছে এবং কাজের একটা চমৎকার পরিবেশও রয়েছে। আশা করা যায়, জামায়াতে ইসলামীতে কাজ করে আপনারা এনজয় করবেন। আর আজকে যারা আসে নাই, তাদের সকলকে সংঘবদ্ধ করে আগামী দিনে বাংলাদেশে ইসলামী বিপ্লবের জন্য ব্যাপক দাওয়াত ও লোক গঠনের কাজে সময় দিয়ে প্রিয় জন্মভূমিকে একটি সুখী-সমৃদ্ধ দেশে পরিণত করতে আপনারা ঐতিহাসিক ভূমিকা পালন করবেন।