বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, দেশের মোট জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ বেকারত্ব, দারিদ্র ও কর্মহীনতার কষাঘাতে জর্জরিত। দিন দিন এই সংখ্যা বেড়েই চলছে। তাই প্রিয় জন্মভূমিকে আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ করতে হলে বিশাল এ জনশক্তিকে মানবসম্পদে পরিণত করার কোন বিকল্প নেই। আর সে উদ্দেশ্যকে সামনে রেখেই জামায়াতে ইসলামী সমাজের সুবিধাবঞ্চিত মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সাধ্যমত কাজ চালিয়ে যাচ্ছে। কর্মহীন ও দরিদ্র মানুষের জন্য আমাদের এ কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে-ইনশাআল্লাহ। তিনি ক্ষুধা, দারিদ্র ও বেকারত্বমুক্ত একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সোনার বাংলাদেশ গড়তে সকলকে জামায়াতে ইসলামীর পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
তিনি আজ ২৭ জুলাই বুধবার রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল পূর্ব থানার উদ্যোগে আয়োজিত সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আত্মকর্মসংস্থান প্রকল্পের অধীনে কর্জে হাসানা প্রদান ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সংগঠনের ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য ও থানা আমীর এডভোকেট শেখ মোহাম্মদ জিল্লুর রহমান আজমীর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আবু সাদিক, থানা মজলিসে সুরা সদস্য ইউনুস আলম সিদ্দিকী ও ইসলামী ছাত্র শিবিরের থানা সভাপতি মাজহারুল ইসলাম নাদিম প্রমূখ।