বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, “রুকনদেরকে নিয়মিত কুরআন, হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে হবে। কুরআন শুধুমাত্র অধ্যয়ন না করে গবেষণাধর্মী অধ্যয়নের মাধ্যমে পবিত্র কুরআনের আলোকে নিজের জীবন পরিচালনা করতে হবে। নিয়মিতভাবে পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে মসজিদে গিয়ে আদায় করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।”
তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিরপুর পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত ষান্মাসিক সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সংগঠনের ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য ও থানা আমীর জনাব হাকিম আব্দুল মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে ও থানা সেক্রেটারির সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি জনাব নাজিম উদ্দিন মোল্লা প্রমূখ।
মহানগরী আমীর বলেন, “প্রত্যেক রুকনকে সমাজকর্মী হিসেবে নিজেকে উপযোগি করে গড়তে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াত ও সমাজসেবামূলক কাজগুলো মানুষের ঘরে-ঘরে পৌঁছিয়ে দেওয়ার দ্বীনি অনুভূতি নিয়ে কাজ করতে হবে। জামায়াত কর্মী মানেই সমাজকর্মী এবং সমাজকর্মী মানেই জামায়াত কর্মী এই স্লোগানকে ধারন করে সমাজের প্রতিটি অসহায়, দারিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে সবার আগে ছুটে যেতে হবে। সেক্ষেত্রে সম্প্রতি মুহতারাম আমীরে জামায়াতের সিলেট ও সুনামগঞ্জসহ দেশের ১৭টি জেলার বন্যার্তদের পাশে দাঁড়ানো, চট্টগ্রামের ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো ইত্যাদির দৃষ্টান্ত তুলে ধরে মানুষের সেবার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর কর্তৃক পরিচালিত এ্যাম্বুলেন্স সার্ভিস, ফ্রি রক্ত প্রদান সার্ভিস, ফ্রি চিকিৎসা সেবা, ঘরে-ঘরে গিয়ে ফ্রিজ, এসি ইত্যাদি মেরামতসহ বিভিন্ন ধরণের কোর্সের মাধ্যমে জনগণকে দক্ষ করে তোলা ইত্যাদির প্রচার চালানোর জন্য তিনি সকলকে আহবান জানান। মহান আল্লাহর উপর ভরসা করে নির্বিঘ্নে এবং নির্ভয়ে ব্যাপকভাবে মানুষের কাছে জামায়াতের দাওয়াত ও সেবা পৌঁছে দেওয়ার জন্য তিনি সকল রুকনদেরকে অনুরোধ জানান।
বিশেষ অতিথি জনাব নাজিম উদ্দিন মোল্লা তাঁর আলোচনায় দ্বীন প্রতিষ্ঠার এ কাজকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং সকল কাজের চেয়ে শ্রেষ্ঠ কাজ হিসেবে বিবেচনা করে তা বাস্তবায়ন করার অনুরোধ জানান।