বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উদ্যোগে আয়োজিত কর্মী শিক্ষা শিবির-২০২২ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন।
উপজেলা আমীর জনাব এমাদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি জনাব ফয়সাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান প্রমুখ।
এছাড়াও জুরি থানার কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান ও আমেরিকা প্রবাসী মাওলানা আব্দুল মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে জনাব সেলিম উদ্দিন, বলেন, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন অতি নগন্য। আমাদের কারো এক সেকেন্ডেরও ভরসা নেই। মৃত্যু যখন আসবে, ঠিক তখনই আমাদের চলে যেতে হবে। এর আগেও হবে না পরেও হবে না। আমাদের আগে কত নবী-রাসূল এসেছিলেন। প্রথম নবী আদম (আঃ) থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ (সাঃ) পর্যন্ত, তাঁদের অনুসারীরা, আমাদের নবীর সকল সাহাবীগণসহ কত বড় বড় মানুষ এই দুনিয়াতে এসেছেন, কেউ থাকতে পারেন নাই দুনিয়াতে। আমরাও থাকতে পারবো না। তাহলে আমরা এই দুনিয়াতে কেন আসলাম? আমরা কি কোন দরখাস্ত করে এই দুনিয়াতে এসেছি? না, মহান আল্লাহ নিজেই দয়া করে আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদেরকে মূলত দুনিয়াতে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য। আমরা যে আগে বেহেশতে ছিলাম, মূলত এই বেহেশতের উপযুক্ত কিনা, যোগ্য কিনা আমরা, এটা যাচাই করার জন্যই আল্লাহ তা’য়ালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা দুনিয়াতে কে কত বেশি নেক আমল করতে পারবো, সেটার ওপরেই আমাদের বেহেশতে পজিশন নির্ণয় হবে। তাই ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বেশি বেশি নেক আমল করতে হবে। মানুষের সুখে-দুঃখে সব সময় পাশে দাড়াতে হবে। শয়তানের প্রতরণা থেকে বাঁচতে বাইয়াতবদ্ধ জীবনযাপন করতে হবে। তাই আত্মগঠন ও মানোন্নয়নের মাধ্যমে সবাইকে বাইয়াতবদ্ধ জীবনের দিকে অগ্রসর হতে হবে। এদিকে মৌলভীবাজার সরকারী কলেজে শাহাদাতবরণকারী শহীদ আলমাসের কমলগঞ্জের গ্রামের বাড়িতে কবর জিয়ারত করেছেন জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন।
এছাড়াও মরহুম সাদিকুর রহমানের কবর জিয়ারত ও তাঁর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান ও ছোট মেয়েকে আদর-স্নেহ করেছেন জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন।