বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় দেশের হাওর অঞ্চল খ্যাত সুনামগঞ্জে বিপুল ক্ষতি হয়েছে। ঘর-বাড়ী আসবাবপত্রের সাথে অনেক শিক্ষার্থীদের বই খাতা ও শিক্ষা উপকরণ ভানের পানিতে ভেসে গেছে। এই ক্ষতি কাটিয়ে উঠা খুবই কঠিন। বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। যদিও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। কিন্তু এখন পর্যন্ত কারো পক্ষ থেকে শিক্ষা উপকরণ কিংবা শিক্ষার্থীদের পৃথকভাবে শিক্ষা সহায়তা প্রদানের কোন উদ্যোগ নেয়া হচ্ছেনা। দেশের আপামর ছাত্রজনতার আলোর দিশারী হিসেবে শহীদী কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ এগিয়ে এসেছে। এর মাধ্যমে ছাত্রসমাজ তথা বিবেকমান মানুষের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন হয়েছে। নিজ নিজ অবস্থান থেকে শিক্ষার্থীদের সাহায্যে সাধ্যমত সকলের এগিয়ে আসা উচিত।
তিনি সোমবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জেলা সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী তাহমিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা অর্থ সম্পাদক ইসমাঈল হোসেন, জেলা এইচআরডি ও শিক্ষা সম্পাদক মনিরুজ্জামান পিয়াস, জেলা মাদ্রাসা ও প্রকাশনা সম্পাদক শামীম আহমদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় অর্ধশতাধিক সাধারন শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন- দুঃসময়ে যারা এগিয়ে আসে তাঁরাই প্রকৃত বন্ধু। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরাবরের মতো দূর্যোগপূর্ণ এই বন্যার শুরু থেকে এখন পর্যন্ত সর্বোচ্চটুকু দিয়ে কাজ করছে, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। আগামীদিনে দেশ গড়ার জন্য এদেশের ছাত্রসমাজ শিবিরকেই বেচে নিবে ইনশাআল্লাহ।