বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, সিলেট-সুনামগঞ্জসহ সারাদেশেই বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এতে লাখ লাখ মানুষ আশ্রয়হীন হওয়াসহ জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে। জামায়াত সারাদেশেই বন্যাদূর্গত এলাকায় সাধ্যমত প্রাণ তৎপরতা চালিয়েছে। মূলত, জামায়াতের রাজনীতিই মূল উদ্দেশ্যই আর্ত-মানবতার কল্যাণ ও মুক্তি। তিনি বন্যাদূর্গতদের দুর্দশা লাগবে ও পূনর্বাসনের জন্য সরকার, বিভিন্ন রাজনৈতিক দল, দাতা সংস্থাসহ সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহবান জানান।
তিনি আজ সিলেটের বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যার্ত মানুষের জন্য উপহার সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন। উপজেলার মাথিউরা, তিলপাড়া, কুড়ার বাজার এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পানি বন্দি মানুষের জন্য উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফেজ নাজমুল ইসলাম, জেলা পূর্ব শিবির সভাপতি মুহিব্বুল্লাহ হোসনেগীর, বিয়ানীবাজার পৌর জামায়াতের আমীর মাওলানা মোস্তফা উদ্দিন, জেলা দক্ষিণ শ্রমিক কল্যাণ সেক্রেটারি হাফেজ আতিকুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুফাচ্ছির আহমদ ফয়েজী, সেক্রেটারি মাওলানা আবুল কাশেম চৌধুরী, সহ সেক্রেটারি এখলাছ উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ, উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, ছাত্র শিবির বিয়ানীবাজার উপজেলা দক্ষিণ, উত্তর ও কলেজ সভাপতি যথাক্রমে আদিলুর রহমান, রুহুল আমিন, আহবাব হোসেন মুরাদ, উত্তর ও কলেজ শাখার সেক্রেটারি তানভীর হোসাইন, সরকারি কলেজ সেক্রেটারি তানভীর আহমদ, মাথিউরা ইউনিয়ন জামায়াতের সভাপতি সালেহ উদ্দিন লোদী, তিলপাড়া ইউনিয়ন সভাপতি দেলোয়ার হোসেন, কুড়ার বাজার ইউনিয়ন সভাপতি ডাঃ সাইদুর রহমান ও সেক্রেটারি খায়রুল আমীন প্রমূখ।
সেলিম উদ্দিন বলেন, সরকার বন্যাদূর্গত মানুষের কল্যাণে কাজ না করে এমন কিছু করছে যার সাথে জনস্বার্থের কোন সম্পর্ক নেই। তারা সেতু উদ্বোধনের নামে প্রভূত অর্থ ব্যয় করলেও বন্যাদূর্গত মানুষের বিষয়ে পুরোপুরি উদাসীন। এই ব্যয়বহুল উদ্বোধন সীমিত আকারে করে সরকারের জনগণের পাশে দাড়ানো উচিত হলেও সরকার তা না করে বন্যায় বিপদগ্রাস্ত মানুষের সাথে তামাশায় লিপ্ত হয়েছে। মূলত, এই সরকার ভোটে নির্বাচিত নয় বলে জনগণের জন্য তাদের কোন দায়বদ্ধতা নেই। তাই অসহায় মানুষের দুর্দশা লাঘবে মানবিক সরকার প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। তিনি জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান।