বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও গাজীপুর মহানগরী আমীর অধ্যক্ষ এস এম সানাউল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
এক শোকবাণীতে মহানগরী উত্তর আমীর বলেন, মরহুম অধ্যক্ষ এস এম সানাউল্লাহ ছিলেন একজন ইসলামী আন্দোলনের অগ্রসৈনিক এবং নিবেদিতপ্রাণ দাঈ। মরহুম ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠার জন্য তার সকল মেধা, প্রজ্ঞা, যোগ্যতা ও কর্তব্যনিষ্ঠাকে যথাযথভাবে কাজে লাগিয়েছেন। সর্বোপরি তিনি ছিলেন এক মুখলেস ব্যক্তি। তিনি ইসলামী আদর্শের ভিত্তিতে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে জাতির মুক্তির স্বপ্ন দেখতেন এবং জীবনের শেষ সময় পর্যন্ত সে প্রত্যয়ে নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। সর্বোপরি তিনি ছিলেন একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ এবং খ্যাতিমান আলেমে দ্বীন। তিনি মহান শিক্ষকতাকে পেশা হিসাবে বেছে নিয়েছিলেন এবং শিক্ষার্থীদের মধ্যে দ্বীনের আলো ছড়াতে আলোকবর্তিকা হিসাবে কাজ করে গেছেন। তার মৃত্যুতে ইসলামী আন্দোলন ও দ্বীনি শিক্ষা ক্ষেত্রে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা সহজেই পূরণীয় নয়।
মহানগরী আমীর মরহুম অধ্যক্ষ এস এম সানাউল্লাহর রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতের আলা মাকাম দানের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন। তিনি তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্যধারণের তাওফিক কামনা করেন।