আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সাধারণ আসনের প্রার্থী সাবেক চাকসু ভিপি এডভোকেট জসিম উদ্দিন সরকারের পক্ষে ঢাকা মহানগরী উত্তরের আইনজীবী থানার উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর উত্তরের আমীর জননেতা জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন।
আইনজীবী থানার আমীর এডভোকেট মঈন উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি এডভোকেট রোকন রেজা শেখের সঞ্চালনায় এতে বিশেষে অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর জনাব আব্দুর রহমান মূসা। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সেক্রেটারি এড শরীফ উদ্দিন খন্দকার সহ-সেক্রেটারি এড শফিকুল রহমান, এড শাহীন আক্তার, এড রেজাউল ইসলাম, এড মীর নুরুন্নবী উজ্জল, এড বেলায়েত হোসেন সোজা, এড শিশির মনির ও এড মাহবুব ফেরদৌসী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব সেলিম উদ্দিন বলেন, বর্তমানে আমরা যে সমাজে বসবাস করছি তা নানা সমস্যায় জর্জড়িত। অন্যায়, অবিচার, সুদ, ঘুষ, দুর্নীতি ও অশ্লীলতা গোটা জাতিকে গ্রাস করে ফেলছে। মানুষের মধ্যে অপরাধ প্রবণতা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। একজন আইনজীবী হিসেবে আমাদের কাজ হলো দেশে ন্যায় বিচার,আইনের শাসন ও মানবধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।
তিনি বলেন, দেশে প্রতিনিয়ত আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। অপহরণ, ধর্ষণ, গুম, খুন, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। প্রকাশ্য দিবালোকে মানুষকে কুপিয়ে হত্যা করা হচ্ছে। মাজলুম ও ভিকটিমরা ন্যায়বিচার পাচ্ছেন না। বহু মানুষ আদালতে বিচার চাইতে এসে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। জাতি হিসেবে এটা সত্যিই আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।
মহানগরী আমীর বলেন, আল্লাহ প্রদত্ত বিধান অনুসরণের মাধ্যমেই মানবজাতির কল্যাণ নিহিত রয়েছে। আল্লাহর বিধানের পূর্নাংগ নির্দেশনা রয়েছে মহাগ্রন্থ আল-কুরআনে। তাক্বওয়ার ভিত্তিতে মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ সৃষ্টির মাধ্যমে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে। আইনজীবীদের মাঝে ইসলামের কালজয়ী আদর্শের দাওয়াত পৌঁছাতে হবে। কুরআনের শিক্ষাকে বুকে ধারণ করে আমাদেরকে আইনের শাসন, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ঐকবদ্ধভাবে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।