বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল থানা পশ্চিমের সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে মাহে রমজান ও ঈদ উপলক্ষে সুবিধা বঞ্চিত ১১০০ জনের মাঝে নগদ অর্থ, ইফতার-সাহরী ও ঈদ সামগ্রী-পোশাক বিতরণ করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগরী আমীর জননেতা জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন।
সংগঠনের ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য ও থানা আমীর মু.আতাউর রহমান সরকারের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি ইউসুফ আলী মোল্লার পরিচালনায় আজ ২৯ এপ্রিল শুক্রবার দুপুর ২.৩০টায় মগবাজারের একটি মিলনায়তনে বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য গোলাম মাওলা, কলিম উল্লাহ, আবু সাঈদ মন্ডল,বিল্লাল হোসেন,আল মামুন, নাজিম উদ্দীন প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জনাব সেলিম উদ্দিন বলেন, জাতির এক মহাক্রান্তিকালে আমাদের মাঝে হাজির হয়েছে পবিত্র ঈদুল ফিতর। দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির কারণেই সাধারণ মুসলমানদের সিয়াম ও কিয়াম পালন স্বাচ্ছন্দপূর্ণ হয়নি। নানাবিধ কারণেই সাধারণ মানুষে ক্রয় ক্ষমতা এখন প্রান্তিক পর্যায়ে নেমে এসেছে। ইসলাম আমাদেরকে মানুষের প্রতি দয়া-অনুগ্রহ প্রদর্শন ও আত্মীয়-স্বজনের হক যথাযথভাবে আদায় করার শিক্ষা দিয়েছে। তাই সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে এতিম, অসহায়, দুঃস্থ, কর্মক্ষমতাহীন, বিকলাঙ্গ, অভাবগ্রস্ত আত্মীয়-স্বজন, তালাকপ্রাপ্তা ও বিধাবসহ অসহায় মানুষের কল্যাণে সামর্থ অনুযায়ি সাহায্য করতে হবে।
মহানগরী আমীর বলেন, সরকারের উপর্যুপরি ব্যর্থতার কারণেই দেশে দুর্ভিক্ষের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। এমতাবস্থায় অভাবগ্রস্থ ও বিপন্ন মানুষের কল্যাণে যাকাত, সাদাকাহ, ফিতরাসহ নিজ নিজ সঞ্চিত অর্থ নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে দুর্গত ও অসহায় মানুষের কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে। তাই তিনি জামায়াতে ইসলামীর কল্যাণমূলক কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার উদাত্ত্ব আহবান জানান।