বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের দক্ষিখান পশ্চিম থানার উদ্যোগে ঈদের পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জননেতা জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন।
ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও দক্ষিখান পশ্চিম থানার আমীর জামাল উদ্দিনের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মোঃ নজরুল ইসলামের পরিচালনায় এতে বিশষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য ও জোন পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আমরা এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই যেখানে কোন মানুষ না খেয়ে থাকবে না। মানুষের জীবনে নানা ধরনের সমস্যা থাকতে পারে, এই সমস্যা সমাধানের দায়িত্ব রাষ্ট্রের। এজন্য আমরা রাষ্ট্রকে মান্য করি ট্যাক্স দেই। কিন্তু আমাদের দেশে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত না থাকার কারনে জনগণের প্রকৃত সমস্যার সমাধান হচ্ছে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে ইসলামী আইন প্রতিষ্ঠিত করে জনগণের সেই অধিকার ফিরিয়ে দিতে চায়।
এ সময় তিনি আরও বলেন, একমাত্র ইসলামই মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে। ইসলামে ধনি-দরিদ্র কোন ভেদাভেদ নেই। আল্লাহর সৃষ্টি প্রত্যেকটি মানুষই সমান। মানুষের মধ্যে পার্থক্য হতে পারে একটি মাত্র দিক থেকে, তা হলো তাকওয়া। যে ব্যক্তি যত তাকওয়াবান সে হবে ততবেশি মর্যাদার অধিকারী। তিনি ইসলামী আইনের ভিত্তিতে সমাজ গঠন করে সবার অধিকার প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামীর পাশে থাকার উদাত্ত আহবান জানান।