গত ২০ মার্চ রাজধানীর কল্যাণপুরের বেলতলা এলাকার ৯নং বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আজ ৮ এপ্রিল ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জননেতা জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন।
মিরপুর দক্ষিণ থানা আমীর আব্দুল হামিদের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি রাকিবুল ইসলামের পরিচালনায় আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওলামা বিভাগের জোন পরিচালক আব্দুল জব্বার, বাইতুলমাল সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন ও ওয়ার্ড সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মহানগরী আমীর ক্ষতিগ্রস্তদের উদ্দেশে বলেন, মানুষ হিসেবে আমরা অবশ্যই সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই ক্ষতি থেকে বাঁচতে আমাদেরকে অবশ্যই কুরআনের দিকে ফিরে আসতে হবে। কুরআনের নির্দেশনার আলোকে যখন ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পরিচালিত হবে কেবল তখনই সব মানুষের প্রকৃত কল্যাণ সম্ভব হবে। আর যখন আমরা ইসলামী বিধান অনুযায়ী একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো তখন রাষ্ট্রই জনগণের সকল সমস্যার সমাধান করবে। আমরা বিশ্বাস করি আল্লাহর মনোনীত বিধান ইসলাম এবং প্রিয় নবী মুহাম্মাদ (সা.)- এর আদর্শই একমাত্র সঠিক পথ। তাই আমরা বলতে চাই, দেশে যতক্ষন পর্যন্ত ইসলামী আদর্শ প্রতিষ্ঠিত না হচ্ছে, ততদিন দেশের মানুষের প্রকৃত কল্যাণ সম্ভব নয়।
জনাব সেলিম উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকেই এদেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা বাংলাদেশে একটি সমৃদ্ধ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। যেখানে সকল নাগরিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। সেই লক্ষ্যে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় তিনি জামায়াতে ইসলামীর ডাকে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত্ব আহবান জানান।