গত ২০ মার্চ রাজধানীর কল্যাণপুরের বেলতলা এলাকার ৯নং বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে একটি মসজিদও বেশ ক্ষতিগ্রস্ত হয়। সে সময় তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জননেতা জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন।
তারই ধারাবাহিকতায় আজ ০৪ এপ্রিল মহানগরী আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে মহানগরী টিম ক্ষতিগ্রস্ত মসজিদের সংস্কার কাজের জন্য টিন ও সিলিং ফ্যান প্রদান করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী নায়েবে আমীর জনাব আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী সহকারী সেক্রেটারি জনাব মাহফুজুর রহমান ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দসহ এলাকার স্থায়ী বাসিন্দারা।
মহানগরী আমীর উপস্থিত জনতার উদ্দেশে বলেন, বিপদ-আপদ আল্লাহর পক্ষ থেকে আসে এবং এর মাধ্যমে আল্লাহ তাঁর বান্দাদের পরীক্ষা গ্রহণ করেন। তাই বিপদে ধৈর্যহারা হলে চলবে না বরং আল্লাহর উপর ভরসা রেখে সৃষ্ট পরিস্থিতিতে উদ্ভুত সমস্যার সমাধান করতে হবে। তিনি ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি আবারও গভীর সমবেদনা জ্ঞাপন, দুর্গত মানুষের কল্যাণে এবং স্থানীয় মসজিদটির সংস্কার কাজে সমাজের সকল স্তরের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহবান জানান।
তিনি বলেন, এদেশের সংস্কৃতি হলো, যে যেই রাজনীতির আদর্শই লালন করুক না কেন, বিপদে আপদে প্রত্যেকে প্রত্যেকের সমস্যার সমাধানে এগিয়ে আসে। তাই সুখী-সমৃদ্ধ দেশ গড়তে হলে দলমত, নির্বিশেষে সবাইকে সামাজিক সম্প্রীতিকে আরো মজবুত করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।