ঢাকা মহানগরী উত্তরের উত্তরা পশ্চিম জোনের ‘যেমন বাংলাদেশ’ ফাউন্ডেশনের বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগরী আমীর জননেতা জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, মাহে রমজান আমাদের একেবারেই সন্নিকটে। তাই আমাদের নিজেদের আত্নগঠন, মানোন্নয়ন এবং পরিপূর্ণ মু’মিন হওয়ার জন্য যথাযথ প্রচেষ্টা চালাতে হবে। একজন পরিপূর্ণ মু’মিন হতে পারলেই কেবল আল্লাহ তা’য়ালার খাঁটি বান্দা এবং মানব সেবায় ভূমিকা রাখা সম্ভব হবে। আর মহান রব আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেনই একমাত্র তাঁর ইবাদাত বন্দেগী ও মানবতার কল্যাণ সাধনের জন্য।
মাহে রমজান কুরআন নাজিলের মাস এবং কুরআন বিজয়ের মাস। ইসলাম দুনিয়ায় এসেছে মানুষকে মানুষের গোলামী ও সকল প্রকার জুলুম-শোষণ ও নিপীড়ন থেকে মুক্তি দিতে। কিন্তু আজকে ইসলামের বিধান কায়েম না থাকার কারণে মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অর্থনৈতিকভাবে সুদের অক্টোপাসে জর্জরিত। এই অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে যাকাত ও করযে হাসানা ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম ও সমাজ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে মাহে রমজানকে সামনে রেখে ঢাকা মহানগরী উত্তরের সর্বস্তরের দায়িত্বশীল ও জনশক্তিদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
তিনি আরো বলেন,সমাজের নানা অন্যায়,দূর্নীতি ও অপরাধ প্রতিরোধে সাহসী ভূমিকা রাখতে পারলেই মানুষ হিসেবে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদা সমুন্নত রাখা সম্ভব হবে,ইনশাআল্লাহ।
ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় এতে দারসুল কোরআন পেশ করেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনাব মেসবাহ উদ্দিন নাঈম।