বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির সিলেট জেলা পূর্ব শাখার দিনব্যাপী সাথী শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব সেলিম উদ্দিন বলেন, ছাত্ররাই আগামী দিনের জাতির কর্ণধার-ভবিষ্যত। সমন্বিত শিক্ষার মাধ্যমে ছাত্রদেরকে এমনভাবে গড়ে উঠতে হবে, যাতে করে আগামী দিনে এ জাতিকে সঠিকভাবে নেতৃত্ব দেওয়া যায়। আর ইসলামী ছাত্রশিবির সেভাবেই ছাত্রসমাজকে গড়ে তুলছে এবং ছাত্রশিবিরের জন্মই হয়েছে- ছাত্রসমাজের কাছে সত্যের সাক্ষ্য উপস্থাপনের জন্য। আর এর জন্য প্রয়োজন তাক্বওয়া ও মহান আল্লাহর রঙে রঙিন হওয়ার পাশাপাশি ত্যাগ এবং কুরবানীর নজরানা পেশ করা।
তিনি আরও বলেন, আজকে বাংলাদেশের যে কঠিন পরিস্থিতি, এই অবস্থায় ছাত্র সমাজকে তাদের পড়ালেখার পাশাপাশি রাজনৈতিক এবং গণসম্পৃক্ত বিষয়ের ব্যাপারেও সচেতন থাকতে হবে। আর জাতির বৃহত্তর প্রয়োজনে ছাত্র সমাজকেও জনগণের বন্ধু হিসেবে অতীতের ন্যায় পাশে দাঁড়ানোর প্রয়োজন রয়েছে। তাই দেশ ও জাতির কল্যাণের স্বার্থেই ছাত্র সমাজকে সকল জুলুম-নির্যাতন উপেক্ষা করে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
সিলেট জেলা পূর্ব শাখার সভাপতি মুহিবুল্লাহ হোসনেগীরের সভাপতিত্বে ও সেক্রেটারি নাজমুল হাসান শিকদারের পরিচালনায় উক্ত শিক্ষা শিবিরে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ।