বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জনগণ আত্মনির্ভরশীল হলে জাতিও আত্মনির্ভরশীল হয়ে উঠবে। আর জামায়াতে ইসলামী একটি কল্যাণকামী ও গণমুখী রাজনৈতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠাকাল থেকেই সুবিধাবঞ্চিত মানুষকে আত্মনির্ভরশীল করার সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে ধারাবাহিকতায় আজ আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষকে কর্মমুখী করে তোলার জন্য সেলাই মেশিন, রিক্সা, ভ্যানসহ বিভিন্ন উপকরণ বিতরণ করছি। আমাদের এই প্রচেষ্টায় কেউ ন্যুনতম উপকৃত হলে আমাদের শ্রম সার্থক হয়েছে বলে মনে করবো। তিনি পরনির্ভরতার পরিবর্তে সকলকে আত্মনির্ভরশীল হওয়ার প্রচেষ্টা চালানোর আহবান জানান।
তিনি রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা পূর্ব থানার উদ্যোগে আয়োজিত সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে সেলাই মেশিন, রিক্সা, ভ্যান বিতরণসহ বিভিন্ন কর্মসংস্থানমূলক উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর মাহবুবুল আলমের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মাহফুজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর আনোয়ার হোসেন মোল্লাহসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
সেলিম উদ্দিন বলেন, জনগণের সকল সমস্যা সমাধানের দায়িত্ব রাষ্ট্রের। আর এর বিপরীতে নাগরিক রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে এবং কর দেয়। কিন্তু দেশে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় জনগণ রাষ্ট্রের সেই কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছেন। তাই জামায়াতে ইসলামী দেশকে সুখী,সমৃদ্ধ,আত্মর্ভিরশীল ও কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাচ্ছে। জামায়াতে ইসলামী এই কাজে সফল হলে এবং দেশকে কল্যাণরাষ্ট্রে পরিণত করতে পারলে রাষ্ট্রই জনগণের সকল সমস্যার সমাধান করবে। তিনি দেশকে কল্যাণরাষ্ট্রে পরিণত করার আন্দোলন-সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
উল্লেখ্য মহানগরী আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন ১৬ জন ব্যক্তির মাঝে সেলাই মেশিন রিক্সা,ভ্যানসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন।
এছাড়াও বিতরণ কার্যক্রম শেষে মহানগরী আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন উত্তরা পূর্ব থানার বিশিষ্ট সুধীদের সাথে এক মতবিনিময় সভা ও চা-চক্রে মিলিত হন। উক্ত মতবিনিময় সভা ও চা-চক্রে মহানগরী আমীর জামায়াতে ইসলামীর বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ তাদের সামনে তুল ধরেন। সম্মানিত সুধীগণ মহানগরী আমীরের কথা মনোযোগ দিয়ে শুনেন ও জামায়াতের এইসব সমাজকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং মানবতার কল্যাণে জামায়াতের যাবতীয় কার্যক্রমকে এগিয়ে নিতে সর্বাত্নক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।