স্টেয়ারিং যুব উন্নয়ন ও ব্লাড ডোনেশন বাড্ডা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ব্লাড ডোনারদের অংশগ্রহণে বার্ষিক প্রীতিভোজ-২০২২ এ প্রধান অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও স্টেয়ারিং যুব উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্ঠা বিশিষ্ট সমাজ সেবক জননেতা জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন।
বক্তব্যে তিনি বলেন, আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আর এই সেরা জীব হিসেবে মানুষের দায়িত্ব হলো মহান আল্লাহর দাসত্ব বা গোলামী করা এবং মানবতার কল্যাণে কাজ করা। আজ আপনারা এখানে যারা মিলিত হয়েছেন, তারা মানবতার কল্যাণে একটা মহান কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছেন। রক্তদান অবশ্যই একটা বিরাট সেবার কাজ। আর এ ধরনের সেবার কাজে আল্লাহ তায়ালা এতো খুশি হন যে, হাদিসে রাসূল (স.)-তে বলা হয়েছে, আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় তিনি তাঁর সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, “তোমাদের কেউ যদি এই মসজিদে নববীতে ৩০ দিন ইফেকাফ করে, তাতে সে যে মর্যাদার অধিকারী হবে, তার চেয়েও আমার কাছে ঐ ব্যক্তি বেশি গুরুত্বপূর্ণ ও মর্যাদাবান, যে কোন মানুষের সমস্যা শুনলো আর এর সমাধানে সে ঝাপিয়ে পড়লো।“
সুতরাং উপরোক্ত হাদীস অনুযায়ী কারো যদি রক্তের দরকার হয়, আর কেউ যদি রক্ত দিয়ে সেই মানুষের সমস্যার সমাধান করে, তাহলে ঐ ব্যক্তি মহান আল্লাহ ও তাঁর রাসূলের কাছে অনেক বড় মর্যাদার অধিকারী হবেন।
সমাজ সেবা ঈমানের অঙ্গ উল্লেখ করে জনাব সেলিম উদ্দিন আরো বলেন, মানব কল্যাণ ও সমাজ সেবা কাজকে ইসলাম এত বেশী গুরুত্ব দিয়েছে যে,এটাকে ঈমানের অঙ্গিভূত করা হয়েছে। যেমন- রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা একটি অতি ক্ষুদ্র কাজ। এটিকে ঈমানের শাখা ঘোষণা করে বুঝানো হয়েছে,যে কাজ মানুষের জন্য উপকারী ও কল্যাণকর,তা ক্ষুদ্র হোক বা বৃহৎ- সেটা ঈমানী কাজ এবং মানবতার কল্যাণে এ ধরনের কাজে অংশগ্রহণ করা প্রত্যেক মুমিনের ঈমানী ও নৈতিক দায়িত্ব।
উল্লেখ্য যে,নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এ কর্মসূচী সফলভাবে সম্পন্ন হয়।
উক্ত প্রীতিভোজ কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী সেক্রেটারি জনাব নাজিম উদ্দিন মোল্লা, বাড্ডা উত্তর থানা আমীর মাওলানা কুতুব উদ্দিন, নায়েবে আমীর মতিউর রহমান মোল্লা ও জামায়াত নেতা মোঃ ফরিদ উদ্দিন প্রমুখ।