মহান স্বাধীনতা দিবসের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ১ মার্চ বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের পল্লবী দক্ষিণ থানার উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ-২০২২ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর এবং দুর্বার বাংলাদেশের প্রধান উপদেষ্টা জননেতা জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি ডা. মুহাম্মদ ফখরুদ্দিন মানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লবী দক্ষিণ থানার আমীর আশরাফুল আলম। পরিচালনা করেন থানা সেক্রেটারী আবুল কালাম পাঠান।
প্রধান অতিথির বক্তব্যে জনাব সেলিম উদ্দিন বলেন-১৯৭১ সালের ২৬ মার্চ এদেশের প্রতিবাদী তৌহিদী জনতা জীবন বাজি রেখে লড়াই করে অর্জন করেছে তাদের ন্যায্য অধিকার। কিন্তু আজ একটি স্বার্থান্বেষী মহল দেশ থেকে দারিদ্র দূর করার কোন উদ্যোগ না নিয়ে দেশের সম্পদ লুন্ঠন করে বিদেশে প্রাচার করে “বেগম পাড়া” তৈরী করেছে। ফলে দেশে ধনী-গরিবের বৈষম্য দিন দিন বেড়েই চলছে। এ ব্যবধান দূর করে সমাজে সাম্য প্রতিষ্ঠা করতে দেশে ইসলামি অর্থনীতি তথা যাকাত ভিত্তিক অর্থনীতি প্রচলন করতে হবে। আর এর জন্য দরকার আল্লাহর আইন ও সৎ-যোগ্য লোকের শাসন। বাংলাদেশ জামায়াতে ইসলামি সে লক্ষ্যে কাজ করছে।
দূর্বার বাংলাদেশের উদ্যোগে এ আয়োজন বাস্তবায়নে স্থানীয় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন আব্দুল গফুর, সারফরাজ খান পাপ্পু, ফারুক হোসেন খান, মিজানুর রহমান, নাসির উদ্দিন সজল, জুবায়ের হোসাইন, নূর আমীন ও আসাফুদৌলা প্রমূখ।
অনুষ্ঠানে তিনশতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।