ঢাকা মহানগরী উত্তরের পল্লবী দক্ষিণ থানার দূর্বার বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সহস্রাধিক ভাই ও বোনদের অংশগ্রহণে বার্ষিক ‘ফ্যামিলি ডে’-২০২২ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জননেতা জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন।
বক্তব্যে তিনি বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। এ বিশ্বজগত মূলত: মানুষের জন্যই সৃষ্টি করা হয়েছে। মহান আল্লাহ এ সৃষ্টি-জগতকে আমাদের অধীন করে দিয়েছেন, কাজেই আমাদের উচিত একমাত্র আল্লাহর আনুগত্য করা ও তাঁর দাসত্ব বা গোলামী করা। এ বিশ্বপ্রকৃতির কোন কিছুই অযথা সৃষ্টি করা হয়নি বরং প্রতিটি বস্তুকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, যদিও এর অনেক কিছুর উপকারিতা সম্পর্কে মানুষ এখনও অজ্ঞ। এ পৃথিবী মানুষের জন্য। মানুষকে পৃথিবীর জন্য সৃষ্টি করা হয়নি। এ পৃথিবী লক্ষ্যস্থল নয় বরং এটি অতিক্রম করার স্থান মাত্র। আর মানুষ হিসেবে মানুষের পার্থক্য সূচিত হয় মূলত তার উত্তম চরিত্র ও কর্মের দ্বারা। বংশ, পদ-পদবী কিংবা ডিগ্রি দিয়ে মানুষের প্রকৃত পরিচয় পাওয়া সম্ভব নয়।
আর মানুষের প্রতিটি কাজই তখনই ইবাদাত হিসেবে গণ্য হবে যখন তার কাজের নিয়ত হবে আখিরাতমুখী তথা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে। এজন্য নিজেকে আত্নগঠনের মাধ্যমে উন্নত চরিত্রে অধিষ্ঠিত হতে হবে। তাই আজকের এ আয়োজন তখনই স্বার্থক হবে যখন আমরা নিজেদেরকে উত্তম চরিত্রের অধিকারী হিসেবে উন্নীত করতে পারবো এবং মানবতার কল্যাণে মানুষের পাশে দাঁড়াতে পারবো।
উল্লেখ্য যে, নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এ কর্মসূচী সফলভাবে সম্পন্ন হয়।
উক্ত ফ্যামিলি ডে কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন চটগ্রাম মহানগরীর নায়েবে আমীর জনাব আ.জ.ম ওয়ায়েদুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ড. মোবারক হোসাইন, পল্লবী দক্ষিণ থানার আমীর জনাব আশরাফুল আলম, সেক্রেটারি জনাব আবুল কালাম পাঠান, অর্থ সম্পাদক আব্দুল্লাহ দ্বীন মোহাম্মদ, ও অন্যান্যদের মধ্যে নাজমুল ইসলাম, ফারুক হোসাইন ও যোবায়ের হোসেন রাজন প্রমুখ