বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের গুলশান পশ্চিম (১৯) থানার উদ্যোগে আয়োজিত কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা প্রদান অনুষ্ঠান-২০২২ এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জননেতা জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডাঃ মুহাম্মদ ফখরুদ্দিন মানিক।
প্রধান অতিথির বক্তব্যে জনাব সেলিম উদ্দিন বলেন, “বৈশ্বিক মহামারীতে ক্ষতিগ্রস্ত ও নিঃস্ব প্রায় ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো সকলের নৈতিক ও মানবিক দায়িত্ব। পাশাপাশি তিনি ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে ধৈর্য না হারিয়ে আল্লাহর উপর বিশ্বাস রেখে মনোবল দৃঢ় রাখতে বলেন।
মহানগরী আমীর বলেন, দারিদ্র্য বিমোচনে যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। তাই তিনি সমাজের বিত্তিশালীদেরকে জিহাদ ফি সাবিলিল্লায়রত আন্দোলন ও সংগঠনের মাধ্যমে সঠিক পদ্ধতিতে যাকাত প্রদান করে নিজের সম্পদের পবিত্রতা অর্জন ও দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখার জন্য উদাত্ত আহবান জানান।
থানা সেক্রেটারি ইসমাইল হোসেন এর পরিচালনায় সহায়তা প্রদান অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে বিভিন্ন উপকরণবিতরণ করা হয়।
এই বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুলশান পশ্চিম থানার নায়েবে আমীর মাহমুদুর রহমান আযাদ এবং থানার অন্যান্য নেতৃবৃন্দ।