বিসমিল্লাহির রাহমানির রাহিম
يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُم مِّن ذَكَرٍ وَأُنثَىٰ وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا ۚ إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ ۚ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ
“হে মানব জাতি,আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি৷ তারপর তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোষ্ঠীতে বিভক্ত করে দিয়েছি যাতে তোমরা পরস্পরকে চিনতে পার৷ তোমাদের মধ্যে যে অধিক পরহেজগার সে-ই প্রকৃতপক্ষে আল্লাহর কাছে অধিক মর্যাদার অধিকারী৷নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী ও সবকিছু সম্পর্কে অবহিত” (সূরা হুজুরাতঃ ১৩)
সম্মানিত সুধী,আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’। ১৯৫২ সালে আমাদের তরুণ, ছাত্র ও যুব সমাজ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য তদানীন্তন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। আন্দোলন দমণের জন্য সেদিন রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মিছিলকারীদের উপর গুলী চালানোর নির্দেশ দেয়া হয়। গুলিতে প্রাণ হারিয়েছিলেন দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ আরো অনেকেই। ভাষার জন্য তাঁদেরএ আত্মত্যাগের কারণে সকল শহীদসহ ভাষাসৈনিকগণ আমাদের কাছে শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে আছেন।
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করেছে। এটি আমাদের জন্য গৌরবের। বাংলা ভাষাকে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা করার জন্য দেশের সর্বস্তরে বাংলা ভাষার পরিশুদ্ধ ব্যবহার নিশ্চিত করে বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাংলা ভাষাকে রক্ষা করতে হবে। তাহলেই ভাষা আন্দোলনের শহীদদের স্বপ্ন সার্থক হবে ইনশাআল্লাহ।
আপনারা জেনে খুশি হবেন যে,আসন্ন ফেব্রুয়ারি মাসে সংগঠনের পক্ষ থেকে সর্বসাধারণের জন্য ভাষা সংক্রান্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করে মাতৃভাষা সম্পর্কে জানতে ও ভাষাকে আরো সমুন্নত করতে বিশেষ সুযোগ গ্রহণের জন্য সম্মানিত নগরবাসীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
মুহাম্মদ সেলিম উদ্দিন
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও
আমীর,ঢাকা মহানগরী উত্তর
বাংলাদেশ জামায়াতে ইসলামী
১. প্রতিযোগিতার ধরণ: কুইজ প্রতিযোগিতা
*গ্রুপ:
ক. ছাত্র-ছাত্রী (ষষ্ঠ- দশম শ্রেণি)
খ. ছাত্র-ছাত্রী (একাদশ- মাস্টার্স শ্রেণি)
গ. শিক্ষার্থী ব্যতীত যে কোন বয়সী পুরুষ-মহিলা
*প্রতিযোগিতার বিষয়: বাংলা ভাষা সংক্রান্ত
*নিয়মাবলি:
>পরীক্ষার মাধ্যম : অনলাইন গুগল ফর্ম
>প্রশ্নের ধরণ : এমসিকিউ
>পূর্ণমান : ১০০
>সময় : ৫০ মিনিট
২. প্রতিযোগিতার ধরণ: রচনা প্রতিযোগিতা
*গ্রুপ:
ক. ছাত্র-ছাত্রী (ষষ্ঠ- দশম শ্রেণি)
খ. ছাত্র-ছাত্রী (একাদশ- মাস্টার্স শ্রেণি)
গ. শিক্ষার্থী ব্যতীত যেকোন বয়সী পুরুষ-মহিলা
*প্রতিযোগিতার বিষয়:
ক গ্রুপের জন্য বিষয়: ভাষা সৈনিকদের অবদান
খ গ্রুপের জন্য বিষয়: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য
গ গ্রুপের জন্য বিষয়: শিক্ষা ব্যবস্থায় মাতৃভাষা ব্যবহারের গুরুত্ব
*নিয়মাবলি:
ক গ্রুপের জন্য নিয়মাবলি:
>১০০০ থেকে ১২০০ শব্দ
>লেখা ই-মেইলে প্রেরণ করতে হবে
> কম্পোজ/ছবি/পিডিএফ ফরম্যাটে পাঠাতে হবে
খ গ্রুপের জন্য নিয়মাবলি:
>১৫০০ থেকে ১৮০০ শব্দ
>লেখা ই-মেইলে প্রেরণ করতে হবে
> কম্পোজ/ছবি/পিডিএফ ফরম্যাটে পাঠাতে হবে
গ গ্রুপের জন্য নিয়মাবলি:
>১৫০০ থেকে ১৮০০ শব্দ
>লেখা ই-মেইলে প্রেরণ করতে হবে
> কম্পোজ/ছবি/পিডিএফ ফরম্যাটে পাঠাতে হবে
পুরস্কার :
প্রতি গ্রুপে প্রথম ১০ জনকে পুরস্কার প্রদান করা হবে।
১ম পুরস্কার ১৫ হাজার টাকা
২য় পুরস্কার ১০ হাজার টাকা
৩য় পুরস্কার ৫ হাজার টাকা
৪র্থ-১০ম পুরস্কার প্রতিটি ৩ হাজার টাকা করে
*সাধারণ নিয়মাবলি:
১। ঢাকা মহানগরী উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। অর্থাৎ প্রতিযোগির বর্তমান অথবা স্থায়ী ঠিকানা ঢাকা মহানগরী উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে হতে হবে।
২। সকল প্রতিযোগিতা অনলাইনে অনুষ্ঠিত হবে।
৩। লেখা জমা দেওয়ার সর্বশেষ তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২২, কুইজ প্রতিযোগিতা : ১৫ ফেব্রুয়ারি ২০২২, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান: ২০ ফেব্রুয়ারি ২০২২।
৪। লেখা জমা সংক্রান্ত ফাইলগুলো প্রদত্ত https://tinyurl.com/LanguageDayCompetition সংযুক্ত (Attach) করে পাঠাতে হবে।
৫। কুইজ প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ১২ ফেব্রুয়ারি ২০২২ রাত ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী উত্তরের ফেসবুক পেইজে (www.facebook.com/bji.dcn) ও কুইজ প্রতিযোগিতার এই https://tinyurl.com/LanguageDayQuiz লিংকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী
ঢাকা মহানগরী উত্তর