করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আত্নকর্মসংস্থানের লক্ষ্যে উপকরণ ও সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জননেতা জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন।
ঢাকা মহানগরী উত্তরের দক্ষিণখান পূর্ব সাংগঠনিক থানার উদ্যোগে থানা আমীর ডাঃ মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আলী হোসেন মুরাদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও উত্তরা পূর্ব জোন পরিচালক ইঞ্জিনিয়ার মো. গোলাম মোস্তফা, মহানগরী কর্মপরিষদ সদস্য ও জোন সহকারী পরিচালক জনাব মোঃ জামাল উদ্দিন ও থানা নায়েবে আমীর মোহাম্মদ আলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব সেলিম উদ্দিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জীব ও অনেকগুলো সামাজিক কর্তব্য নির্ধারণ করে সৃষ্টি করেছেন। পরস্পরের প্রতি সম্মান, মর্যাদা ও নিরাপত্তার জন্য ইসলাম মানুষকে সামাজিকতা, দয়া-মায়া ও ভালোবাসা, হৃদ্যতা এবং সৌহার্দ্যতার অনুশীলনে উদ্বুদ্ধ করেছে। আমরা যে অর্থ-সম্পদের মালিক দাবি করি, এ অর্থের মালিক আসলে আমরা নই, বরং প্রকৃত মালিক মহান আল্লাহ। তাই আমাদেরকে আল্লাহ তা’য়ালার বিধানের দিকেই ফিরে আসতে হবে।
মহানগরী আমীর বলেন, জামায়াতে ইসলামী সামর্থ্যের আলোকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করছে। পাশাপাশি আমরা সমাজের বিত্তবানদের আহবান জানাই আসুন, একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াই এবং ইনসাফপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠার দিকে অগ্রসর হই। সে লক্ষ্যেই জামায়াতে ইসলামী কাজ করছে। এজন্য আমরা সকলকে সম্মিলিতভাবে কাজ করার উদাত্ত আহবান জানাচ্ছি।