করোনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে গাভী, নগদ অর্থ ও সেলাইমেশিন দিয়েছে হাতিরঝিল জামায়াত। ক্ষতিগ্রস্থদের পুর্নবাসনে গাভী, সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে সংগঠনটির ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল পশ্চিম সাংগঠনিক থানা।
রবিবার সকালে রাজধানীর মগবাজারের একটি মিলনায়তনে উপকরণ বিতরণ করেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জননেতা মুহাম্মদ সেলিম উদ্দিন।
ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য ও হাতিরঝিল থানা পশ্চিম-এর আমীর মু. আতাউর রহমান সরকারের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ ইউছুফ আলী মোল্লার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও হাতিরঝিল অঞ্চল পরিচালক মো. হেমায়েত হোসেন,ঢাকা মহানগরী উত্তরের উলামা বিভাগের সভাপতি ড. মাওলানা হাবিবুর রহমান।এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানা কর্মপরিষদ সদস্য আবু তানজিল,মো. রাশেদুল ইসলাম ও সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, এরপূর্বে মগবাজার এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা ও সেলাইমেশিন প্রদান করেছে জামায়াত হাতিরঝিল থানা পশ্চিম।