বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন,অনেক ত্যাগ তিতিক্ষা ও অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মহান বিজয়ের সুফল পেতে হলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বিমানবন্দর থানার আমীর অ্যাডভোকেট ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা ও মহানগর কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিমানবন্দর থানার নায়েবে আমীর মাওলানা এনামুল হক শিফন, থানা সেক্রেটারি সুজারুল হক সুজন,থানা শুরা ও কর্মপরিষদ সদস্য আবদুর রাহীম সাব্বির,এম বিল্লাহ,মাহবুবুল ইসলাম দিদার, আনিসুর রহমান,আলফাজ উদ্দিন ভূঁইয়া ও বেলাল হোসাইন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব সেলিম উদ্দিন বলেন,বিজয়ের পঞ্চাশ বছর অতিক্রম হলেও মূল লক্ষ্য থেকে আমরা এখনো অনেক দূরে অবস্থান করছি। তাছাড়া ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া কোনো লক্ষ্য বাস্তবায়ন সম্ভব নয়। একটি মহল বানোয়াট,ভিত্তিহীন ও মিথ্যা অপপ্রচার করে গোটা জাতির মাঝে কৃত্রিম বিভাজন সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। একই স্রষ্টার সৃষ্টি হিসাবে অধিকার প্রতিষ্ঠায় হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধভাবে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামী অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মহানগরী আমীর আরও বলেন,প্রতিষ্ঠালগ্ন থেকে জামায়াতে ইসলামী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আসতেছে। জামায়াতের কোন জনশক্তি দ্বারা সংখ্যালঘু নির্যাতন তো দুরের কথা,কোন জনশক্তি কর্তৃক সংখ্যালঘুদের প্রতি কটূ আচরণের প্রমাণ আমাদের রাজনৈতিক প্রতিপক্ষের লোকেরাও দিতে পারবেনা। বিশ্বনবী (সাঃ) এর হাদীসের উদ্ধৃতি দিয়ে জনাব সেলিম উদ্দিন বলেন,কোন মুসলমান দ্বারা সংখ্যালঘু নির্যাতন হলে,কিয়ামতের দিন নবী (সাঃ) ঐ মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন।
অনুষ্ঠান শেষে মহানগরী আমীর সনাতন ধর্মাবলম্বীদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।