বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল পূর্ব থানার উদ্যোগে আয়োজিত স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের আত্নকর্মসংস্থানের লক্ষ্যে মতবিনিময় ও সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন।
ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরার সদস্য ও হাতিরঝিল পূর্ব সাংগঠনিক থানার আমীর এডঃ শেখ মোঃ জিল্লুর রহমান আজমীর সভাপতিত্বে ও সেক্রেটারি খন্দকার রুহুল আমীনের পরিচালনায় আজ রবিবার সকালে রাজধানীর মগবাজার এলাকার একটি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন।
এ সময় মহানগরী আমীর উপস্থিত ক্ষুদ্র ব্যবসায়ীদের উদ্দেশে বক্তব্য পেশ করেন। বক্তব্যে তিনি বলেন, আল্লাহ তা’য়ালা ইসলাম পাঠিয়েছেন মানুষের কল্যাণের জন্য। তাই ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত মানুষের মুক্তি সম্ভব নয়। তাই দলমত, জাতি, ধর্ম নির্বিশেষে সকলকে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে আসতে হবে। সে লক্ষ্যে জামায়াতে ইসলামীকে সার্বিকভাবে সহযোগিতা করা, সমর্থন করা এবং জামায়াতে ইসলামীতে অংশগ্রহণ করার উদাত্ত আহবান জানান।
তিনি আরও বলেন, একটি স্থিতিশীল ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাই মানবতার কল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।