বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, সাম্য, সামাজিক ন্যায়বিচার, আইনের শাসন ও উদার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই আমরা সর্বাত্মক মুক্তিসংগ্রামের মাধ্যমে মহান বিজয় অর্জন করেছি। কিন্তু স্বাধীনতা ও মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীতে এসেও আমাদের প্রাপ্তির ফিরিস্তি খুব একটা সমৃদ্ধ হয়নি। সাম্যের পরিবর্তে বৈষম্য, ন্যায়বিচারের পরিবর্তে অবিচার, আইনের শাসনের পরিবর্তে জুলুমবাজী আর গণন্ত্রের পরিবর্তে স্বেচ্ছাতন্ত্র জাতির ঘাড়ে চেপে বসেছে। কেড়ে নেয়া হয়েছে গণমানুষের ভোটাধিকার।
এমতাবস্থায় দেশ ও জাতিতে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্ত করতে হলে দলমত নির্বিবেশে সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে। তিনি মুক্তিযুদ্ধে শহীদ ও জীবিত বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বীর শহীদদের স্বপ্নবাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
তিনি আজ রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লার পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জামাল উদ্দীন প্রমূখ।
সেলিম উদ্দিন বলেন, সরকার দেশ পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থ হয়েছে। আমনের ভরা মওসুমে চালের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। পিঁয়াজের বাজারে কোন স্থিতিশীলতা নেই। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম নিম্নমুখী হলেও সম্পূর্ণ অযৌক্তিকভাবে ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধি করে জনজীবনকে অস্থির ও দুর্বিসহ করে তোলা হয়েছে। রাষ্ট্রাচারের প্রায় সকল ক্ষেত্রেই দুর্নীতি, অনিয়ম ও লুটপাট এখন প্রাতিষ্ঠানিক রূপ পেতে চলেছে। সরকারি উন্নয়ন প্রকল্পগুলো এখন রাষ্ট্রীয় তহবিল তসরূপের অন্যতম অনুসঙ্গ।
তাই দেশ ও জাতিকে এই ভয়াবহ অবস্থা থেকে বাঁচাতে হলে রাজনৈতিক সঙ্কীর্ণতার উর্দ্ধে উঠে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষ সকল শ্রেণি ও পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুস্থ, ইতিবাচক ও গণতান্ত্রিক রাজনীতি চর্চার পথ উন্মুক্ত করতে সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় ইতিহাস কাউকে ক্ষমা করবে না।