করোনায় ক্ষতিগ্রস্তদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরনে এগিয়ে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ক্ষতিগ্রস্তদের মাঝে সেলাই মেশিন ও ব্যবসার জন্য পুঁজি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের দক্ষিণখান পশ্চিম সাংগঠনিক থানা।
আজ শনিবার বিকেলে রাজধানীর দক্ষিণখান এলাকার একটি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জননেতা জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন।
ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও দক্ষিণখান পশ্চিম-এর আমীর মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি নজরুল ইসলাম শহীদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী কর্মপরিষদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
জনাব সেলিম উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, দেশে করোনাকালীন সময় হতে অদ্যবধি প্রান্তিক জনগোষ্ঠী ও শ্রমজীবী মানুষ অভাব অনটনে বেশ কষ্টে আছে। করোনার কারনে দিনমজুর, শ্রমিক ও ছোট ব্যবসায়িদের আয় হ্রাস পেয়েছে এবং দীর্ঘদিন কাজের পরিবেশ না থাকায় চাকুরী হরিয়ে একটি বড় অংশ বেকার হয়ে পড়েছে। ফলে পরিবার পরিজন নিয়ে জীবন যাপনে অধিকাংশের ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়ছে। এমতাবস্থায় একটি দায়িত্বশীল ও আদর্শবাদী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী নির্লিপ্ত থাকতে পারে না।
তাই আমরা এসব মানুষের দুর্দশা লাঘবে সীমিত সামর্থ নিয়ে এগিয়ে এসেছি। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস বেকারত্ব দুরীকরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে কিছুটা হলেও সহায়ক হবে। সুনানে আবু দাউদের একটি হাদিস উল্লেখ করে তিনি বলেন, দুনিয়াবাসীর প্রতি যদি আমরা রহম না করি তাহলে আল্লাহও আমাদের প্রতি রহম করবেন না। ফলে সমাজের মানুষের জন্য আমাদের এই কল্যাণকামী কর্মসুচী আগামী দিনেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।