বাংলাদেশ জামায়াতে ইসলামীর কারাবন্দী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার পিতা মিয়া আব্দুল হামিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
এক শোকবাণীতে মহানগরী আমীর বলেন, মরহুম মিয়া আব্দুল হামিদ ছিলেন ইসলামী আন্দোলনের একজন বর্ষীয়ান কর্মী। তার সকল সন্তান-সন্ততিসহ পরিবারের সকল সদস্যই ইসলামী আন্দোলনের সাথে সরাসরি জড়িত। তার সন্তান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার প্রথম সারির জাতীয় নেতা। তিনি জাতিকে নেতৃত্ব দেয়ার কারণেই বারবার সরকারের জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। তার যোগ্যতর ও গতিশীল নেতৃত্ব থেকে দেশ ও জাতি বঞ্চিত করার জন্যই সরকার তাকে কারারুদ্ধ করে জুলুম-নির্যাতন চালাচ্ছে এবং পিতার অন্তিম সান্নিধ্য থেকে একজন জাতীয় নেতাকে বঞ্চিত করেছে। মূলত, মিয়া আব্দুল হামিদের মৃত্যুতে আমরা একজন মুখলেস ব্যক্তি ও গর্বিত পিতাকে হারিয়েছি।
মহানগরী আমীর মরহুম মিয়া আব্দুল হামিদের রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতুল ফিরদাউসের আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দেয়া করেন। তিনি তার কারাবন্দী সন্তানসহ পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্যধারনের তাওফিক কামনা করেন।