রাজধানীতে ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও তাদের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের গুলশান পূর্ব থানার উদ্যোগে আয়োজিত কভিড ১৯-এ ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের কর্মসংস্থানের লক্ষ্যে মতবিনিময় ও সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, মহানগরী মজলিসে শূরা সদস্য ও থানা আমীর হোসাইন বিন মানসুর, নায়েবে আমীর মাহমুদুর রহমান আজাদসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
এ সময় মহানগরী আমীর উপস্থিত ক্ষতিগ্রস্তদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন। বক্তব্যে মহানগরী আমীর বলেন, ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত মানুষের মুক্তি সম্ভব নয়। তিনি আরও বলেন, একটি স্থিতিশীল ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে মহানগরী আমীর আত্নকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সহায়তা তুলে দেন।