বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর (অবিভক্ত) রমনা থানার সাবেক আমীর, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. আব্দুস সালাম গত ৩০ আগস্ট রাত ১০.৪০টায় রাজধানীর কল্যাণপুরস্থ ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতাসহ নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম ডা. আব্দুস সালামের নামাজে জানাজা আজ ৩১ আগস্ট দুপুর ১.৪৫টায় মোহাম্মদপুর চাঁদ উদ্যান আবাসিক এলাকায় বাইতুর রহমান জামে মসজিদে অনুষ্ঠিত হয়। মরহুমের নামাজে জানাজায় নামাজে ঈমামতি করেন বড় ছেলে মোহাম্মদ বিন সালাম। পরে বেলা ২.৩০ টায় মরহুমকে রায়ের বাজার বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহা. রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি লস্কর মো. তসলিম এবং ডা. ফখরুদ্দীন মানিক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারি সেক্রেটারি এ্যাডভোকেট হেলাল উদ্দিন, হাতিরঝিল থানা পশ্চিমের আমীর মু. আতাউর রহমান ও ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য আব্দুল ওয়াজেদ কিরণ প্রমূখ।
শোকবাণী
ডা. আব্দুস সালামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
এক শোকবাণীতে মহানগরী আমীর বলেন, ডা. আব্দুল সালামের মৃত্যুতে আমরা একজন ইসলামী আন্দোলনের জন্য নিবেদিতপ্রাণ ব্যক্তি ও প্রখ্যাত চিকিৎসককে হারালাম। তিনি কুরআন-সুন্নাহ্র আলোকে দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠান স্বপ্ন দেখতেন এবং সে লক্ষ্যে তিনি জীবনের শেষ মহুর্ত পর্যন্ত অবিচল ছিলেন। তিনি চিকিৎসাকে শুধু পেশা হিসাবে নেননি বরং এর মাধ্যমে তিনি আর্তমানবতার কল্যাণে ইখলাসের সাথে কাজ করে গেছেন।
মরহুম নানাবিধ সমাজকল্যাণমূলক কাজের সাথেও জড়িত থেকে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে ইসলামী আন্দোলনে যে শূণ্যতা সৃষ্টি হয়েছে তা সহজেই পূরণীয় নয়। মহানগরী আমীর মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাত দানের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারের দোয়া করেন। তিনি তার শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্যধারনের তাওফিক কামনা করেন।