বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা মডেল থানার আমীর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মেসবাহ উদ্দীন নাঈমের স্ত্রী, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভানেত্রী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন ও উত্তরা মডেল থানার ১৩ নং সেক্টর ওয়ার্ড সভানেত্রী মোছাঃ মনিরা বেগমের নামাজে জানাজা আজ সকাল সাড়ে ৯ টায় উত্তরা ১২ নং সেক্টর কবরস্থান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় জামায়াত নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর ও সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম, সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহা. রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি লস্কর মো. তসলিম সহ মহানগরী নেতৃবৃন্দ। জানাজা শেষে মরহুমাকে ১২ নং সেক্টর কবরস্থানে দাফন করা হয়।
শোকবাণী
মোছাঃ মনিরা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে শোকবাণী প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
এক শোকবাণীতে মহানগরী আমীর বলেন, মোছাঃ মনিরা বেগমের ইন্তিকালে আমরা একজন নিবেদিতাপ্রাণ সহযোদ্ধাকে হারিয়েছি। তিনি আজীবন দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তার মৃত্যুতে নারী আন্দোলনে যে শূণ্যতা সৃষ্টি হয়েছে তা সহজেই পূরণীয় নয়। তিনি মরহুমার রুহের মাগফিরাত করে তাকে জান্নাত দানের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন। মহানগরী আমীর তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্যধারনের জন্য আল্লাহ তায়ালার কাছে তাওফিক কামনা করেন।