বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিরপুর উত্তর থানার প্রবীন রুকন, ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা ও রূপনগর থানা আমীর নাসির উদ্দীনের শ্বশুর জনাব হাবিবুল্লাহ গত রাত ১২ঃ১৫ মিনিটে ঢাকাস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন-ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি করোনা আক্রান্ত হয়ে দীর্ঘ ৩৮ দিন ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের লক্ষ্মীপুর সদরের উত্তর পাঁচপাড়া গ্রামে।
আজ সকাল সাড়ে ৭ টায় রূপনগর কেন্দ্রীয় মসজিদে (রজনী গন্ধ্যা মসজিদ) মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহা. রেজাউল করিম ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমানসহ জামায়াত নেতৃবৃন্দ। পরে মরহুমের মরদেহ লক্ষ্মীপুর সদরের নিজ গ্রাম উত্তর পাঁচপাড়ায় নেয়া হয়। সেখানে বাদ জোহর দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। জানাজা নামাজে অংশ নেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
শোকবাণী
জনাব হাবিবুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক শোকবাণী প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন।
শোকবাণীতে মহানগরী আমীর জনাব হাবিবুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাত দানের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন। মহানগরী আমীর তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্যধারনের জন্য আল্লাহ তায়ালার কাছে তাওফিক কামনা করেন।