বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা দক্ষিণের বিয়ানীবাজার উপজেলার সাবেক নায়েবে আমীর, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি, জিলালুল কুরআন সোসাইটির সাবেক চেয়ারম্যান, জামেয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি মাস্টার আব্দুর রহীম আজ বিকেল ৩ টায় নিজ বাসায় ইন্তিকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বার্ধক্যজনিত অসুস্থতাসহ নানাবিধ শারিরীক জটিলতায় ভূগছিলেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল বেলা ১১ টায় বিয়ানীবাজার পিএইচজি স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা ও পারিবারিক গোরস্তানে দাফন করা হবে।
শোকবাণী
মাস্টার আব্দুর রহীমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকবাণী প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
এক শোকবাণীতে মহানগরী আমীর বলেন, মরহুম মাস্টার আব্দুর রহীম ছিলেন ইসলামী আন্দোনের নিবেদনপ্রাণ অগ্রসৈনিক। তিনি দেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করার জন্য আজীবন প্রচেষ্টা চালিয়ে গেছেন। ইসলামী আন্দোলনের জন্য তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। মহানগরী আমীর মরহুমের রুহের মাগফিরাত করে তাকে জান্নাত দানের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন। তিনি তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্যধারনের জন্য আল্লাহ তায়ালার কাছে তাওফিক কামনা করেন।