বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, বিশিষ্ট আলেমে দ্বীন, সুপ্রীমকোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি এ্যাডভোকেট মাওলানা নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
এক শোকবাণীতে মহানগরী আমীর বলেন, এ্যাডভোকেট মাওলানা নজরুল ইসলামের মৃত্যুতে আমরা একজন প্রবীন আলেমেদ্বীন ও ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ অগ্রসৈনিককে হারালাম। তিনি আইনঅঙ্গনে নিজের যোগ্যতা, নিষ্ঠা ও প্রজ্ঞার স্বাক্ষর রেখেছেন। মরহুম কুরআন-সুন্নাহর আলোকে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখতেন এবং আজীবন সে লক্ষেই কাজ করে গেছেন। তার মৃত্যুতে ইসলামী আন্দোলনে যে শুণ্যতা সৃষ্টি হয়েছে তা সহজেই পূরণীয় নয়।
মহানগরী আমীর মরহুমের রুহের মাগফিরাত করে তাকে জান্নাত দানের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন। তিনি তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্যধারনের জন্য আল্লাহ তায়ালার কাছে তাওফিক কামনা করেন।